অসমে কাজে গিয়ে খুন ২ বাঙালি, আরও ২ জনের হাত কাটল দুষ্কৃতীরা

স্থানীয় একটি জলার পাশ থেকে ২ জনের দেহ উদ্ধার হয়। তাদের গলার নলি কেটে খুন করা হয় বলে প্রাথমিক তদন্তে অনুমান। মৃতদের নাম শেখ ইদ্রিশ আলি ও শেখ মহম্মদ আলি বলে জানা গিয়েছে। 

Updated By: Feb 10, 2019, 04:31 PM IST
অসমে কাজে গিয়ে খুন ২ বাঙালি, আরও ২ জনের হাত কাটল দুষ্কৃতীরা

নিজস্ব প্রতিবেদন: পশ্চিমবঙ্গ থেকে অসমে কাজে গিয়ে খুন হলেন ২ রাজমিস্ত্রি। আরও ২ জনের হাত কেটে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনা শনিবার রাতের। 

জানা গিয়েছে, মাস কয়েক আগে পশ্চিম মেদিনীপুরের পাঁশকুড়া থেকে রাজমিস্ত্রির কাজে অসমের দুমদুমায় গিয়েছিলেন ৪ জন। শনিবার রাতে একটি চায়ের দোকানে মাংস রান্না করছিলেন তাঁরা। তখনই কয়েকজন যুবক এসে তাঁদের মাংস রান্না করতে নিষেধ করেন। এই নিয়ে দু'পক্ষের মধ্যে বচসা বাঁধে। এর পরই চার জনকে অপহরণ করে স্থানীয় যুবকরা। কিছুক্ষণ পর স্থানীয় একটি জলার পাশ থেকে ২ জনের দেহ উদ্ধার হয়। তাদের গলার নলি কেটে খুন করা হয় বলে প্রাথমিক তদন্তে অনুমান। মৃতদের নাম শেখ ইদ্রিশ আলি ও শেখ মহম্মদ আলি বলে জানা গিয়েছে। ঘটনায় পাঁশকুড়া থানায় অভিযোগ দায়ের করেছে মৃতদের পরিবার। 

তাঁর দিকেই অভিযোগের তির, বিধায়ক খুনে মুখ খুললেন মুকুল রায়

বাকি দু'জনের হাত কেটে দেয় দুষ্কৃতীরা। আহত শেখ জহর ও শেখ সমুকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ঘটনার খবর গ্রামে পৌঁছতেই শোকে ভেঙে পড়েন মৃতদের স্বজনরা। কে বা কারা খুন করল তা অবিলম্বে খুঁজে বার করেত হবে বলে দাবি তুলেছেন তাঁরা। 

.