সিরিজ জয়ের পর লেন্সবন্দি বিরুষ্কা-র আলিঙ্গন, নেচে ভাইরাল ধোনি কন্যা

... শ্যাম্পেন সেলিব্রেশনে মাতল গোটা দল। আর তার মাঝেই লেন্সবন্দি হল বিরাট ও অনুষ্কার আলিঙ্গনরত মুহূর্ত।

Updated By: Jul 9, 2018, 09:47 PM IST
সিরিজ জয়ের পর লেন্সবন্দি বিরুষ্কা-র আলিঙ্গন, নেচে ভাইরাল ধোনি কন্যা

নিজস্ব প্রতিবেদন: ইংল্যান্ডের মাটিতে ইংল্যান্ডকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জয়-ভারতের। নিঃসন্দেহে এই কৃতিত্ব বিরাটদের স্মরণীয় সাফল্যগুলোর মধ্যে অন্যতম একটি।

আরও পড়ুন- অর্জুনের বন্ধু ‘ফুচকাওয়ালা’-কে ক্রিকেট শেখালেন সচিন

ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে ৮ উইকেটে জয়। কার্ডিফে দ্বিতীয় ম্যাচে হার। তৃতীয় এবং সিরিজ নির্ধারণী ম্যাচে ১৯৯ রান তারা করে ৭ উইকেটে জয়। এভাবেই ইন-ফর্ম ব্রিটিশ দলের থেকে সিরিজ দুই-এক-এ কবজা করেছে ভারত। সিরিজ সেরা নির্বাচিত হয়েছেন রোহিত শর্মা। ট্রফি হাতে নেওয়ার আগে ভারত অধিনায়ক বিরাট কোহলি বলে গেলেন ‘অল-রাউন্ড’ পারফরম্যান্সের কথা। আলাদা করে বললেন হার্দিকের কথাও। এসবের পরই শ্যাম্পেন সেলিব্রেশনে মাতল গোটা দল। আর তার মাঝেই লেন্সবন্দি হল বিরাট ও অনুষ্কার আলিঙ্গনরত মুহূর্ত।

উত্সব মুখোরিত ব্লু-ব্রিগেডে সামিল হল ধোনি কন্যাও। ভাইরাল হল জিভার নাচ। দেখুন ভিডিও-

 

@zivasinghdhoni006 lovely celebration after win..!! . My dancing doll

A post shared by ZIVA SINGH DHONI (@zivaasinghdhoni006) on

 

 

.