রোনাল্ডোয় মুগ্ধ জিদান

যতদিন যাচ্ছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর গোল করার দক্ষতায় মুগ্ধতা বাড়ছে রিয়াল ম্যানেজার জিনেদিন জিদানের । প্রাক্তন ফরাসী তারকা  মজা করে জানিয়েছেন সিআর সেভেনকে হিংসা করতে শুরু করেছেন তিনি। আর মনে মনে আপসোস করছেন কেন এরকম একজন ফুটবলারের সঙ্গে তার খেলার সৌভাগ্য হয় নি । বিশ্বকাপ  থেকে চ্যাম্পিয়ন্স লিগ খেতাব জয়, সবই পেয়েছেন জিদান। কিন্তু পাননি রোনাল্ডোর মতন ফুটবলারের পাশে খেলার  তৃপ্তি। জিদান নিজেই বলছেন রোনাল্ডো যেসব অবিশ্বাস্য গোল করেন তা তিনি কোনওদিন করতে পারেননি। তার কাজ ছিল শুধু পাস বাড়ানো। তাই তো রোনাল্ডোকে দেখে মুগ্ধতার ঈর্ষার সঙ্গে আক্ষেপও হয় জিদানের। তবে রিয়াল কোচ  দুধের স্বাদ ঘোলা স্বাদ ঘোলে মেটাচ্ছেন রোনাল্ডের কোচ হয়ে। 

Updated By: May 2, 2017, 11:08 PM IST
রোনাল্ডোয় মুগ্ধ জিদান

ব্যুরো: যতদিন যাচ্ছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর গোল করার দক্ষতায় মুগ্ধতা বাড়ছে রিয়াল ম্যানেজার জিনেদিন জিদানের । প্রাক্তন ফরাসী তারকা  মজা করে জানিয়েছেন সিআর সেভেনকে হিংসা করতে শুরু করেছেন তিনি। আর মনে মনে আপসোস করছেন কেন এরকম একজন ফুটবলারের সঙ্গে তার খেলার সৌভাগ্য হয় নি । বিশ্বকাপ  থেকে চ্যাম্পিয়ন্স লিগ খেতাব জয়, সবই পেয়েছেন জিদান। কিন্তু পাননি রোনাল্ডোর মতন ফুটবলারের পাশে খেলার  তৃপ্তি। জিদান নিজেই বলছেন রোনাল্ডো যেসব অবিশ্বাস্য গোল করেন তা তিনি কোনওদিন করতে পারেননি। তার কাজ ছিল শুধু পাস বাড়ানো। তাই তো রোনাল্ডোকে দেখে মুগ্ধতার ঈর্ষার সঙ্গে আক্ষেপও হয় জিদানের। তবে রিয়াল কোচ  দুধের স্বাদ ঘোলা স্বাদ ঘোলে মেটাচ্ছেন রোনাল্ডের কোচ হয়ে। 

.