দীর্ঘ ১৫ বছর পর শ্রীলঙ্কা সফরে আসছে জিম্বাবোয়ে ক্রিকেট দল

চলতি মাসের শেষেই দীর্ঘ ১৫ বছর পর শ্রীলঙ্কা সফরে আসতে চলেছে জিম্বাবোয়ে ক্রিকেট টিম। সফর শুরু হবে ৩০ জুন। দুই দেশ নিজেদের মধ্যে মোট পাঁচটি একদিনের ম্যাচ এবং একটি টেস্ট ম্যাচ খেলবে। ৩০ জুন গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্রথম একদিনের ম্যাচ। দীর্ঘ ১৭ বছর পর কোনও সীমীত ওভারের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ হবে গলে। ২০০০ সালে শেষবার একদিনের ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল গলে। সেই ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৩৭ রানে হারিয়েছিল শ্রীলঙ্কা।

Updated By: Jun 17, 2017, 04:02 PM IST
দীর্ঘ ১৫ বছর পর শ্রীলঙ্কা সফরে আসছে জিম্বাবোয়ে ক্রিকেট দল

ওয়েব ডেস্ক: চলতি মাসের শেষেই দীর্ঘ ১৫ বছর পর শ্রীলঙ্কা সফরে আসতে চলেছে জিম্বাবোয়ে ক্রিকেট টিম। সফর শুরু হবে ৩০ জুন। দুই দেশ নিজেদের মধ্যে মোট পাঁচটি একদিনের ম্যাচ এবং একটি টেস্ট ম্যাচ খেলবে। ৩০ জুন গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্রথম একদিনের ম্যাচ। দীর্ঘ ১৭ বছর পর কোনও সীমীত ওভারের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ হবে গলে। ২০০০ সালে শেষবার একদিনের ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল গলে। সেই ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৩৭ রানে হারিয়েছিল শ্রীলঙ্কা।

আরও পড়ুন শ্রীলঙ্কা সফরেই চোট সারিয়ে ভারতীয় দলে ফিরতে চান মূরলী বিজয়

সিরিজের প্রথম দুটো একদিনের ম্যাচই অনুষ্ঠিত হবে গলে। আর সিরিজের বাকি তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে হামবানটোটা স্টেডিয়ামে। সফরের একমাত্র টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে কলোম্বর প্রেমদাসা স্টেডিয়ামে। টেস্ট ম্যাচটি শুরু হবে ১৪ জুলাইতে।

আরও পড়ুন  ওয়েস্ট ইন্ডিজ সফরে দলে না থাকার কারণ ফিটনেস নয়, বললেন বুমরাহ

.