টি২০ বিশ্বকাপ থেকে জিম্বাবোয়ে বিদায়

প্রথম ম্যাচে শ্রীলঙ্কার সাথে হেরে অনেকটাই চাপে ছিল জিম্বাবোয়ে। গতকাল দক্ষিণ আফ্রিকার সহজ জয়ে জিম্বাবোয়ের শেষ আশাটুকুও নিশ্চিহ্ন করে দিল। দক্ষিণ আফ্রিকার ক্যাপ্টেন এবি ডিভিলিয়ারস্ টসে জিতে জিম্বাবোয়েকে ব্যাটিং করতে পাঠান। প্রথম থেকেই ব্রেন্ডন টেলররা ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে। একমাত্র ক্রেগ আরভাইন ৪০ বলে ৩৭ রান করা ছাড়া মরকেল, ক্যালিস, স্টেইনদের দুর্দান্ত বোলিং ঝড়ের মুখে দাঁড়াতে পারেননি। তাঁরা সব উইকেট হারিয়ে মাত্র ৯৩ রানে ইনিংস শেষ করেন। ক্যালিস ৪, মরনি মর্কেল ২, স্টেইন ১ টি করে উইকেট নেন।

Updated By: Sep 21, 2012, 02:24 PM IST

প্রথম ম্যাচে শ্রীলঙ্কার সাথে হেরে অনেকটাই চাপে ছিল জিম্বাবোয়ে। গতকাল দক্ষিণ আফ্রিকার সহজ জয়ে জিম্বাবোয়ের শেষ আশাটুকুও নিশ্চিহ্ন করে দিল। দক্ষিণ আফ্রিকার ক্যাপ্টেন এবি ডিভিলিয়ারস্ টসে জিতে জিম্বাবোয়েকে ব্যাটিং করতে পাঠান। প্রথম থেকেই ব্রেন্ডন টেলররা ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে। একমাত্র ক্রেগ আরভাইন ৪০ বলে ৩৭ রান করা ছাড়া মরকেল, ক্যালিস, স্টেইনদের দুর্দান্ত বোলিং ঝড়ের মুখে দাঁড়াতে পারেননি। তাঁরা সব উইকেট হারিয়ে মাত্র ৯৩ রানে ইনিংস শেষ করেন। ক্যালিস ৪, মরনি মর্কেল ২, স্টেইন ১ টি করে উইকেট নেন।
দ্বিতীয় ইনিংসে জিম্বাবোয়ে বোলাররা আফ্রিকানদের মতো কোনও মিরাকেল করতে পারেননি। রির্চাড লেভি, হাসিম আমলা যথাক্রমে ৫০ ও ৩২ রান করে খুব সহজে জয়ের জায়গায় পৌঁছে দেন দলকে। বারো ওভার ৪ বলে মাত্র ৫৫ মিনিটের মধ্যে পয়েন্ট টেবিলে একটা শক্ত জায়গা করে নেয় দক্ষিণ আফ্রিকা। ম্যাচের সেরা হন জ্যাক ক্যালিস।
এই ম্যাচ হারাতে জিম্বাবোয়ে এবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেল।

.