দুৰ্নীতির অভিযোগে সাসপেন্ড করা হল জিম্বাবোয়ে ক্রিকেট বোর্ডকে!
আইসিসি থেকে প্রাপ্ত অর্থ নিয়েও দুর্নীতির অভিযোগ তুলেছেন তদন্তকারীরা।
নিজস্ব প্রতিবেদন: একরাশ দুর্নীতির অভিযোগ! শেষ পর্যন্ত জিম্বাবোয়ে ক্রিকেট বোর্ডকে সাসপেন্ড করল জিম্বাবোয়ের ক্রীড়া নিয়ন্ত্রক সংস্থা স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন কমিশন বা SRC। জিম্বাবোয়ে ক্রিকেটের ম্যানেজিং ডিরেক্টর গিভমোর মাকোনিকে বরখাস্ত করা হয়েছে।
জিম্বাবোয়ে ক্রিকেটের বিরুদ্ধে দুর্নীতি ও আর্থিক তছরুপের অভিযোগের তদন্ত চালাচ্ছে সেদেশের ক্রীড়া মন্ত্রকের নিয়ন্ত্রণাধীন স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন কমিশন। দুর্নীতির অভিযোগের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত শীর্ষ পদে নির্বাচন বন্ধ রাখার জন্য জিম্বাবোয়ে ক্রিকেটকে নির্দেশ দিয়েছিল ওই কমিশন। কিন্তু সেই নির্দেশ একেবারেই মানা হয়নি।
BREAKING: Sports and Recreation Commission suspends Zimbabwe Cricket Board pic.twitter.com/cHbeHZRWV2
— Trevor Ncube (@TrevorNcube) June 21, 2019
আইসিসি-র পূর্ণ সদস্য জিম্বাবোয়ে ক্রিকেট বোর্ড। আইসিসি থেকে প্রাপ্ত অর্থ নিয়েও দুর্নীতির অভিযোগ তুলেছেন তদন্তকারীরা।এই পরিস্থিতিতে জিম্বাবোয়ে ক্রিকেট বোর্ডের দৈনন্দিন কাজকর্ম চালানোর জন্য ডেভিড এলমন-ব্রাউনের নেতৃত্বে নতুন একটি অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করে দিয়েছে।