ZEE বাংলা ফুটবল লিগ : তিন সপ্তাহ ম্যান ইউ বা লিডসে ট্রেনিংয়ের সুযোগ পাবেন সেরা ফুটবলার
ম্যান অফ দ্য টুর্নামেন্ট-কে যিনি ম্যাঞ্চেস্টার ইউনাইটেড বা লিডস-এর পথে নিয়ে যাবেন, সেই পথিকৃত সরকার একান্ত সাক্ষাত্কারে অনেক অজানা তথ্য তুলে দিলেন জি ২৪ ঘণ্টা ডট কম-এর কাছে।
সুখেন্দু সরকার : কমবয়সী ফুটবলারদের কাছে এটা একটা মঞ্চ। নিজেদের প্রমাণ করার সেরা জায়গা। অনূর্ধ্ব ১৯ ZEE বাংলা ফুটবল লিগ নিয়ে বাংলার ফুটবল মহলের অনেকেই এমন কথা বলেছিলেন। সত্যিই তাই। এই টুর্নামেন্টের সেরা ফুটবলার যেমন ম্যাঞ্চেস্টার ইউনাইটেড বা লিডস-এ ট্রেনিং করতে যাওয়ার সুযোগ পাবেন। জি বাংলা ফুটবল লিগ আসলে ট্যালেন্ট হান্ট। বাংলার বিভিন্ন প্রান্ত থেকে প্রতিভা অন্বেষনে নেমেছিলেন ভাস্কর গাঙ্গুলি, শঙ্করলাল চক্রবর্তী, প্রশান্ত ব্যানার্জীর মতো প্রাক্তন তারকারা। পাঁচ সদস্যের এই দল বাংলার বিভিন্ন প্রান্ত থেকে প্রতিভা খুঁজে বের করেছিলেন।
আরও পড়ুন- ZEE বাংলা ফুটবল লিগ : উত্তর ২৪ পরগণা মাস্টার্সকে হারিয়ে ফাইনালে মোহনবাগান
টুর্নামেন্টের সেরা ফুটবলার পাবেন বড়সড় সুযোগ। ম্যান অফ দ্য টুর্নামেন্ট-কে যিনি ম্যাঞ্চেস্টার ইউনাইটেড বা লিডস-এর পথে নিয়ে যাবেন, সেই পথিকৃত সরকার একান্ত সাক্ষাত্কারে অনেক অজানা তথ্য তুলে দিলেন জি ২৪ ঘণ্টা ডট কম-এর কাছে। তিনি বললেন, "জি বাংলা ফুটবল লিগ একটা দারুণ প্ল্যাটফর্ম। আমার মনে হয় এই ধরণের উদ্যোগ আরও বেশি করে নেওয়া উচিত। বাংলার ফুটবলের উন্নতিতে এমন উদ্যোগ কার্যকরী ভূমিকা নিতে পারে। আমি এখানে আসার পর থেকে অসাধারণ পরিবেশের সাক্ষী থাকলাম। আমাদের নিজস্ব অ্যাকাডেমি রয়েছে। চ্যাপিটাউন ফুটবল অ্যাকাডেমি। আমরা বিভিন্ন ক্লাবের পাইপলাইন-এর সঙ্গে যুক্ত। আমরা বিভিন্ন ক্লাবে ফুটবলারদের প্রোমোট করি। টুর্নামেন্টের সেরা ফুটবলারকে আমরা ম্যান ইউ বা লিডসে ট্রেনিং-এর সুযোগ দেব। তিন সপ্তাহ সেই ফুটবলারকে ট্রেনিং-এর মধ্যে রাখা হবে। নামজাদা কোচদের তত্ত্বাবধানে কোচিং করার সুযোগ পাবে। সেখানে সেই ফুটবলার নিজেকে প্রমাণ করতে পারলে তাঁকে নিয়ে আমরা পরবর্তী পদক্ষেপের কথা ভাবব। ভারতীয় ফুটবলের জন্য আমাদের অনেক চিন্তা-ভাবনা রয়েছে। সেগুলো ধীরে ধীরে বাস্তবায়িত করার চেষ্টা করব আমরা। এখানে প্রতিভার অভাব নেই। তবে প্রোমোশন-এর একটু অভাব রয়েছে। সঠিক জায়গায় সঠিক ফুটবলারকে প্রোমোট করতে পারলে আমরা আরও অনেক প্রতিভাবান ফুটবলার পাব।''