Yuzvendra Chahal, IPL: প্রাক্তন সতীর্থের বিরুদ্ধে বিস্ফোরক চাহাল, '১৬তলা থেকে ঝুলিয়ে দেওয়ার পরেও প্রাণে বেঁচেছি’!

অল্পের জন্য তিনি মৃত্যুর মুখ থেকে ফিরেছিলেন। তবে একইসঙ্গে সেই মদ্যপ ক্রিকেটারের নাম গোপন রেখে মহানুভবতার পরিচয় দিলেন যুজবেন্দ্র চাহাল।   

Updated By: Apr 8, 2022, 06:12 PM IST
Yuzvendra Chahal, IPL: প্রাক্তন সতীর্থের বিরুদ্ধে বিস্ফোরক চাহাল, '১৬তলা থেকে ঝুলিয়ে দেওয়ার পরেও প্রাণে বেঁচেছি’!
ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শোনালেন যুজবেন্দ্র চাহাল। ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: বাইশ গজের যুদ্ধে তিনি বল হাতে ভয়ঙ্কর। বিপক্ষের ব্যাটিং তাঁর লেগ স্পিন নিয়ে আতঙ্কিত থাকে। তবে এহেন যুজবেন্দ্র চাহাল (Yuzbendra Chahal) তাঁর জীবনে ভয়ঙ্কর অভিজ্ঞতার সাক্ষী থেকেছেন। অল্পের জন্য তিনি মৃত্যুর মুখ থেকে ফিরেছিলেন। মদ্যপ অবস্থায় ১৬তলার ব্যালকনি থেকে ঝুলিয়ে দিয়েছিলেন তাঁর এক প্রাক্তন সতীর্থ। গায়ে কাঁটা ধরানো অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে রীতিমতো বিস্ফোরণ ঘটালেন রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) স্পিনার। তবে একইসঙ্গে সেই মদ্যপ ক্রিকেটারের নাম গোপন রেখে মহানুভবতার পরিচয় দিলেন তিনি। 

২০১৩ সালের আইপিএল-এ (IPL 2013) মুম্বই ইন্ডিয়ান্সে (Mumbai Indians) খেলার সময় মৃত্যুর মুখ থেকে বেঁচেছিলেন চাহাল। রাজস্থানের সোশ্যাল মিডিয়ায় রবিচন্দ্রন অশ্বিনের (Ravichandran Ashwin) সঙ্গে কথোপকথনে চাহাল বলেন, 'আমি কখনও এই গল্প বলিনি। কেউ জানে না। আজ এই ঘটনা জনসমক্ষে আনতে চাই। ২০১৩ সালে আমি যখন মুম্বই ইন্ডিয়ান্সে থাকার সময় আমার সঙ্গে সেই ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। বেঙ্গালুরুতে ম্যাচের শেষে পার্টি চলছিল। সেখানে একজন ক্রিকেটার প্রচণ্ড মদ্যপান করেছিল।' এরপর চাহাল যোগ করেন, 'মদ্যপ অবস্থায় ওই ক্রিকেটার আমাকে কাছে ডাকেন। ব্যালকনিতে নিয়ে যান। এরপর পিছন থেকে শক্ত করে তাঁর হাত দুটো ধরে ঝুলিয়ে দেন ১৬তলা থেকে! একটা সময় মনে হচ্ছিল আর কিছুক্ষণের মধ্যে সব শেষ হয়ে যাবে।' 

সেখানেই থেমে থাকেননি এই লেগ স্পিনার। তিনি ফের বলেন, 'সেই ক্রিকেটারের নাম প্রকাশ করতে চাই না। তবে সেই মুহূর্ত মনে পড়লে এখনও বুক কেঁপে যায়। সে ব্যালকনিতে নিয়ে গিয়ে পিছন থেকে আমার দু’টো হাত শক্ত করে ধরে ঝুলিয়ে দিয়েছিলেন। ওই অবস্থায় কোনওভাবে হাত ফসকে গেলেই মৃত্যু নিশ্চিত ছিল।' ঘটনার সময় দলের কয়েকজন ক্রিকেটার চলে এসেছিলেন। ফলে সেই যাত্রায় প্রাণে বেঁচে যায় তিনি। চাহাল ফের যোগ করলেন, 'ভাগ্যিস ওই অবস্থায় কয়েকজন তাঁকে দেখে ফেলেন এবং আমাকে রক্ষা করেন। এরপর বেশ কিছুক্ষণ আমি অচৈতন্য অবস্থায় পড়ে ছিলাম। এটাই আমার জীবনের ভয়ঙ্কর মুহূর্ত। সেই অভিজ্ঞতা কোনওদিন ভুলতে পারব না।' 

দীর্ঘ নয় বছর পর জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা সবার সামনে এনেছেন। তবে যে ক্রিকেটারের জন্য তাঁর জীবন চলে যেতে পারত, তাঁর নাম সমাজকে জানাতে আগ্রহী নন চাহাল। তবে এটাও জানিয়ে দিলেন যে, সেই রাতের মুহূর্তগুলো তাঁকে মানসিক ভাবে আরও শক্তিশালী করে তুলেছে। 

আরও  পড়ুন: Virat Kohli vs Anil Kumble: বিরাটের জন্যই কোচের দায়িত্ব ছেড়েছিলেন কুম্বলে, বিনোদ রাইয়ের বইয়ে ফের চাঞ্চল্যকর তথ্য

আরও  পড়ুন: Mithali RajvsRamesh Powar: ২০১৮ বিশ্বকাপ সেমিফাইনালের আগে অন্ধকারে ছিলেন মিতালি! Vinod Rai-এর বইতে বিস্ফোরণ

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.