১০ ওভারের ক্রিকেট! এবার খেলবেন যুবরাজ সিং, জাহির খান

যুবরাজ খেলবেন মারাঠা অ্যারাবিয়ান্সের হয়ে। 

Updated By: Oct 24, 2019, 08:57 PM IST
১০ ওভারের ক্রিকেট! এবার খেলবেন যুবরাজ সিং, জাহির খান

নিজস্ব প্রতিবেদন : জাতীয় দলের হয়ে আর ক্রিকেট খেলবেন না। আইপিএলেও খেলতে দেখা যাবে না যুবরাজ সিংকে। কিছুদিন আগেই অবসর নিয়েছেন তিনি। তবে অবসর নেওয়ার সময়ই তিনি জানিয়েছিলেন, বিদেশে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলবেন। এবার টি-১০ লিগে খেলতে দেখা যাবে যুবিকে। আবু ধাবিতে টি-১০ লিগে যুবরাজ খেলবেন মারাঠা অ্যারাবিয়ান্সের হয়ে। মাত্র ৬০ বলের ক্রিকেট। বলাবাহুল্য মারকুটে ব্যাটসম্যানদেরই সেখানে রমরমা হবে। আর যুবরাজ যে আক্রমণাত্মক ব্যাটসম্যান হিসাবে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন সেটা ক্রিকেটপ্রেমীরা জানেন ভাল মতো। যুবরাজ সিং জানিয়েছেন, ''এই টুর্নামেন্ট সফল করার জন্য উদ্যোক্তারা যথেষ্ট চেষ্টা করছেন। মারাঠা অ্যারাবিয়ান্সের হয়ে খেলার সময় বিশ্ব ক্রিকেটের বেশ কয়েকজন তারকার সঙ্গে খেলার সুযোগ হবে ভেবে ভাল লাগছে।''

আরও পড়ুন-  অভিনব উদ্যোগ! ক্রিকেটারদের জন্য জলের বোতল নিয়ে মাঠে হাজির স্বয়ং দেশের প্রধানমন্ত্রী

জাতীয় দল ও আইপিএল ফ্র্যাঞ্চাইজির হয়ে আজীবন পারফর্ম করেছেন। যুবরাজ এবার ক্রিকেট খেলতে চান মনের আনন্দে। যুবি বলেছেন, অনেক তো টেনশন নিয়ে খেলেছি। এবার একটু ফুরফুরে মেজাজে ক্রিকেট খেলতে চাই। তাই ছোট ফরম্যাটে খেলার সিদ্ধান্ত। আমি আরও বেশি টি-২০ খেলতে চাই। যেখানেই খেলার সুযোগ পাব আমি হাজির হয়ে যাব। টি-১০ ছোট ফরম্যাটের খেলা। দর্শকরা আনন্দ পাবেন। নিজেকেও ঝালিয়ে নেওয়ার সুযোগ থাকছে। কিছুদিন আগেই গ্লোবাল টি-২০ লিগে খেলতে কানাডায় ছিলেন যুবরাজ। কানাডা ন্যাশনালসের হয়ে খেলেছিলেন আন্তর্জাতিক ক্রিকেটে ছয় ছক্কার মালিক। সেখানেও দারুণ পারফরম্যান্স করেছিলেন যুবি।। মারাঠা অ্যারাবিয়ান্সের অধিনায়ক ডোয়েন ব্রাভো। একই দলে রয়েছেন ক্রিস লিন ও লাসিথ মালিঙ্গার মতো তারকা। টি-১০ লিগে ভারতীয় দলের আরেক তারকা পেসার জাহির খানকেও এবার খেলতে দেখা যাবে। তিনি খেলবেন দিল্লি বুলস-এর হয়ে।

.