দল নির্বাচনে নিশ্চয়তার নাম যুবি, অনিশ্চিয়তা জুড়ে মনোজ

দীর্ঘ একবছর পর টেস্ট দলে ফিরতে চলেছেন যুবরাজ সিং। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ভারতীয় দলে কামব্যাক করতে পারেন হরভজন সিংও। যদিও ভাজ্জির বিষয়টি পুরোটাই নির্ভর করছে সন্দীপ পাতিলের নেতৃত্বাধীন নতুন নির্বাচক কমিটির উপর। টেস্ট দলে যুবরাজের ঢোকার ব্যাপারে তাঁর ফিটনেস লেভেল নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি

Updated By: Nov 4, 2012, 09:12 PM IST

দীর্ঘ একবছর পর টেস্ট দলে ফিরতে চলেছেন যুবরাজ সিং। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ভারতীয় দলে কামব্যাক করতে পারেন হরভজন সিংও। যদিও ভাজ্জির বিষয়টি পুরোটাই নির্ভর করছে সন্দীপ পাতিলের নেতৃত্বাধীন নতুন নির্বাচক কমিটির উপর। টেস্ট দলে যুবরাজের ঢোকার ব্যাপারে তাঁর ফিটনেস লেভেল নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তিনি বলেছিলেন টেস্টে পাঁচদিনের ধকল কতটা নিতে পারবেন সেটা যুবিই জানেন। কিন্তু সম্প্রতি দলীপ ট্রফি ও ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় এ দলের হয়ে যুবির পারফরম্যান্সে সন্তুষ্ট নির্বাচকরা।
ফলে যুবির দলে ঢোকা অনেকটাই নিশ্চিত। মনোজ তেওয়ারির নাম আলোচনায় আসলেও শেষ পর্যন্ত হয়তো অধিনায়কের ভেটোতে তিনি ছিটকে যেতে পারেন। সেক্ষেত্রে দলে থেকে যাবেন অফ ফর্মে থাকা সুরেশ রায়না। অজিঙ্কা রাহানেকে তৃতীয় ওপেনার হিসাবে নেওয়া হবে। বাকি দল অপরিবর্তিত থাকার সম্ভাবনা প্রবল।
ভারতের সম্ভাব্য দলটি হতে পারে-বীরেন্দ্র সেওয়াগ,  গৌতম গম্ভীর, রাহানে, সচিন তেন্ডুলকর, কোহলি, যুবরাজ, রায়না,ধোনি, জাহির, ইশান্ত, উমেশ যাদব, অশ্বিন, প্রজ্ঞান ওঝা এবং হরভজন সিং অথবা পীযূষ চাওলা। সোমবার ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য দল নির্বাচনে বসছেন নির্বাচকরা।

.