অনূর্ধ ১৭ ফুটবল বিশ্বকাপের উদ্বোধন যুবভারতীতে, হতে পারে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালও

অনূর্ধ ১৭ ফুটবল বিশ্বকাপের প্রথম ভেনু হিসেবে যুবভারতীর নাম ঘোষণা করা হল। টুর্নামেন্ট কমিটির ডিরেক্টর হাভিয়ার চিকে যুবভারতী পরিদর্শনে এসে একথা জানান। এমনকি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালও হতে পারে যুবভারতীতে।

Updated By: May 27, 2015, 10:09 AM IST
অনূর্ধ ১৭ ফুটবল বিশ্বকাপের উদ্বোধন যুবভারতীতে, হতে পারে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালও
ছবি: দেবাদ্রি মণ্ডল

ওয়েব ডেস্ক: অনূর্ধ ১৭ ফুটবল বিশ্বকাপের প্রথম ভেনু হিসেবে যুবভারতীর নাম ঘোষণা করা হল। টুর্নামেন্ট কমিটির ডিরেক্টর হাভিয়ার চিকে যুবভারতী পরিদর্শনে এসে একথা জানান। এমনকি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালও হতে পারে যুবভারতীতে।

অনূর্ধ-১৯ বিশ্বকাপে ফাইনাল অথবা সেমিফাইনাল ম্যাচ হতে পারে যুবভারতী ক্রীড়াঙ্গনে। এদিন অনূর্ধ ১৭ বিশ্বকাপের প্রথম ভেনু হিসেবে যুবভারতীর নাম ঘোষণা করে টুর্নামেন্ট কমিটি। বুধবার টুর্নামেন্ট কমিটির ডিরেক্টর হাভিয়ার চিকে যুবভারতী পরিদর্শনে এসে একথা জানান। তাদের মতে যুবভারতীতে আরও কিছু যুব বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচ হতে পারে।
                             
নতুন করে যুবভারতীর মাঠ তৈরির কাজ দেখে বেশ খুশি আয়োজক কমিটির প্রতিনিধিরা।

.