মাত্র ২ ম্যাচ খেলে পাঠান ফিরে আসছেন বাংলাদেশ থেকে!
পরিবারের সঙ্গে রোজা পালন করতে দেশে ফিরে আসছেন আবাহনীতে খেলতে থাকা ইউসুফ পাঠান। সিসিএসকে হারিয়ে আবাহনী সুপার সিক্স নিশ্চিত করার পর এই কথা জানিয়েছেন ক্লাবের এক কর্মকর্তা।আবাহনীর কর্মমর্তা শেখ মামুন জানান, ইউসুফ পাঠান দুই ম্যাচ খেলতে এসেছিলেন। প্রথম ম্যাচে ৬০ রান করে দলের জয়ে বড় ভূমিকা রেখেছেন তিনি। তাঁকে দলে থেকে যেতে অনুরোধ করেছিল আবাহনী। তবে ইউসুফ পাঠান জানিয়েছেন, রমজান মাসে তিনি ও তার ভাই ইউসুফ পাঠান বাবার নির্দেশে লিগ বা এই ধরণের খেলাধুলা থেকে বিরত থাকেন। পরিবারের সবাই একসঙ্গে রমজান মাসে সিয়াম সাধনা করেন। মঙ্গলবারই দেশে ফিরবেন তিনি। ইউসুফ পাঠানের পরিবর্তে আবাহনীতে আসবেন যশপাল শর্মা।
ওয়েব ডেস্ক: পরিবারের সঙ্গে রোজা পালন করতে দেশে ফিরে আসছেন আবাহনীতে খেলতে থাকা ইউসুফ পাঠান। সিসিএসকে হারিয়ে আবাহনী সুপার সিক্স নিশ্চিত করার পর এই কথা জানিয়েছেন ক্লাবের এক কর্মকর্তা।আবাহনীর কর্মমর্তা শেখ মামুন জানান, ইউসুফ পাঠান দুই ম্যাচ খেলতে এসেছিলেন। প্রথম ম্যাচে ৬০ রান করে দলের জয়ে বড় ভূমিকা রেখেছেন তিনি। তাঁকে দলে থেকে যেতে অনুরোধ করেছিল আবাহনী। তবে ইউসুফ পাঠান জানিয়েছেন, রমজান মাসে তিনি ও তার ভাই ইউসুফ পাঠান বাবার নির্দেশে লিগ বা এই ধরণের খেলাধুলা থেকে বিরত থাকেন। পরিবারের সবাই একসঙ্গে রমজান মাসে সিয়াম সাধনা করেন। মঙ্গলবারই দেশে ফিরবেন তিনি। ইউসুফ পাঠানের পরিবর্তে আবাহনীতে আসবেন যশপাল শর্মা।