রিওতে হতাশ করলেন কুস্তিগীর যোগেশ্বর দত্ত

দুটো পদক দেশে এসেছে। গোটা দেশ আশা করেছিল, শেষবেলায় পদক জিতবেন তিনিও। কিন্তু হতাশ করলেন কুস্তিগীর যোগেশ্বর দত্ত। প্রথম রাউন্ডের ম্যাচে হেরেই বিদায় নিতে হল লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জজয়ী এই কুস্তিগীরকে।  যোগ্যতাঅর্জন পর্বে যোগেশ্বর দত্তের ম্যাচ ছিল মঙ্গোলিয়ান প্রতিপক্ষের বিরুদ্ধে। সেই ম্যাচে চূড়ান্ত হতাশ করেন তিনি।

Updated By: Aug 21, 2016, 08:37 PM IST
রিওতে হতাশ করলেন কুস্তিগীর যোগেশ্বর দত্ত

ওয়েব ডেস্ক: দুটো পদক দেশে এসেছে। গোটা দেশ আশা করেছিল, শেষবেলায় পদক জিতবেন তিনিও। কিন্তু হতাশ করলেন কুস্তিগীর যোগেশ্বর দত্ত। প্রথম রাউন্ডের ম্যাচে হেরেই বিদায় নিতে হল লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জজয়ী এই কুস্তিগীরকে।  যোগ্যতাঅর্জন পর্বে যোগেশ্বর দত্তের ম্যাচ ছিল মঙ্গোলিয়ান প্রতিপক্ষের বিরুদ্ধে। সেই ম্যাচে চূড়ান্ত হতাশ করেন তিনি।

আরও পড়ুন অলিম্পিকের জন্যই আজ চোখের কোণে জল চিকচিক

শূন্য-তিন ব্যবধানে হারতে হয় যোগেশ্বরকে। তাঁকে রেপেশাস রাউন্ডে খেলতে হলে মঙ্গোলিয়ান খেলোয়াড়কে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করতে হত। কিন্তু কোয়ার্টার ফাইনালে রাশিয়ান প্রতিপক্ষের কাছে হেরে বিদায় নিতে হয় মঙ্গোলিয়ান খেলোয়াড়কে। সেই সঙ্গেই রিও অলিম্পিকে পদক জয়ের আশাও শেষ হয়ে যায় যোগেশ্বরের।

আরও পড়ুন  দুর্দান্ত রেকর্ড করলেন অসি পেসার মিচেল স্টার্ক

.