রূপো নয়, ব্রোঞ্জই থাকছে যোগেশ্বরের

রূপো নয় ব্রোঞ্জই থাকছে যোগেশ্বর দত্তের। লন্ডন অলিম্পিকের ৬০ কেজি বিভাগে কুস্তিতে ব্রোঞ্জ জিতেছিলেন যোগেশ্বর। কিন্তু ওই বিভাগে যে রাশিয়ান কুস্তিগীর রূপোর পদক জিতেছিলেন, সেই বেসিক কুদুকোভের ডোপ টেস্টের ফলাফল পজিটিভ আসার পরেই যোগেশ্বরের রূপো জেতার কথা ছিল। কিন্তু আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) কুদুকোভের বিরুদ্ধে ওঠা ডোপ টেস্ট তদন্ত তুলে নেওয়ার সিদ্ধান্ত নিল।

Updated By: Oct 25, 2016, 04:03 PM IST
রূপো নয়, ব্রোঞ্জই থাকছে যোগেশ্বরের

ওযেব ডেস্ক: রূপো নয় ব্রোঞ্জই থাকছে যোগেশ্বর দত্তের। লন্ডন অলিম্পিকের ৬০ কেজি বিভাগে কুস্তিতে ব্রোঞ্জ জিতেছিলেন যোগেশ্বর। কিন্তু ওই বিভাগে যে রাশিয়ান কুস্তিগীর রূপোর পদক জিতেছিলেন, সেই বেসিক কুদুকোভের ডোপ টেস্টের ফলাফল পজিটিভ আসার পরেই যোগেশ্বরের রূপো জেতার কথা ছিল। কিন্তু আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) কুদুকোভের বিরুদ্ধে ওঠা ডোপ টেস্ট তদন্ত তুলে নেওয়ার সিদ্ধান্ত নিল।

আরও পড়ুন- চট্টগ্রাম টেস্টে বাংলাদেশ হারলেও রেকর্ড বুকে থেকে যাবে এই টেস্ট!

যার ফলে ২০১৩ সালে দক্ষিণ রাশিয়ায় পথ দুর্ঘটনায় মারা যাওয়া কুদুকোভার পদক কেড়ে নেওয়ার আর কোনও সম্ভাবনা নেই। ফলে ২০১২ অলিম্পিকের এই বিভাগে যার যা পদক তাই থাকল।
 
ওয়ার্ল্ড অ্যান্টি-ডোপিং এজেন্সি (ওয়াডার) করা পরীক্ষার ফলাফল আসার পরেই প্রয়াত কুদুকোভের পদক কেড়ে নেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। যদিও যোগেশ্বর বলেছিলেন, তিনি রূপোর পদক নেবেন না। কিন্তু গত বুধবার আইওসি সিদ্ধান্ত নেয় কুদুকোভার বিরুদ্ধে ওঠা যাবতীয় তদন্ত বন্ধ করার।

আরও পড়ুন- নেটে নগ্ন ছবি ফাঁসের হুমকির জবাব দিল এই তরুণী!

ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং (ইউডব্লিউডব্লিউ) এবং আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটি তাদের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে।  

 

.