ফের সেঞ্চুরি! এক আইপিএল-এ চতুর্থ শতরান বিরাটের

কার্যত জীবনের সেরা ফর্মের মধ্যে দিয়েই যাচ্ছেন তিনি। এক সিরিজে ৪টি শতরান। তাও দূরন্ত গতিতে। বিরাট কোহলি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরের অধিনায়ক। গত ম্যাচে কলকাতা নাইট রাইডার্স-এর বিরুদ্ধে ইডেনে ঝড় তুলে শতরান করার পর আর মানে নামেন কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে। আর সেখানেও নিজের দাপট দেখিয়ে করলেন আরও একটি শতরান।

Updated By: May 18, 2016, 11:34 PM IST
ফের সেঞ্চুরি! এক আইপিএল-এ চতুর্থ শতরান বিরাটের

ওয়েব ডেক্স : কার্যত জীবনের সেরা ফর্মের মধ্যে দিয়েই যাচ্ছেন তিনি। এক সিরিজে ৪টি শতরান। তাও দূরন্ত গতিতে। বিরাট কোহলি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরের অধিনায়ক। গত ম্যাচে কলকাতা নাইট রাইডার্স-এর বিরুদ্ধে ইডেনে ঝড় তুলে শতরান করার পর আর মানে নামেন কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে। আর সেখানেও নিজের দাপট দেখিয়ে করলেন আরও একটি শতরান।

বেঙ্গালোরের চিন্নাস্বামী স্টেডিয়ামে বৃষ্টি বিঘ্নিত এই ম্যাচটি সময়ের অভাবে ১৫ ওভারে করার সিদ্ধান্ত নেওয়া হয়। টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন পাঞ্জাব অধিনায়ক মুরলি বিজয়। ওপেন করতে নেমে শুরু থেকেই বেঙ্গালোরের দুই ওপেনার ক্রিস গেইল ও বিরাট কোহলি ছিলেন আক্রমণাত্মক। এক সময় ১১তম ওভারে বিনা উইকেটে তারা পৌঁছে যায় ১৪৭ রানে। যদিও, শেষ পর্যন্ত তাদের স্কোর ১৫ ওভারে ৩ উইকেটে ২১১ রান। বিরাট ১১৩ রান করে আউট হন। গেলই করেছেন ৭৩ রান।

এদিকে, আজকের ম্যাচে হাতে গভীর ক্ষত নিয়েই ব্যাট করেছেন বিরাট। কোলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ফিল্ডিংয়ের সময় তাঁর বাঁ হাতে চোট লাগে। সেলাই পড়ে ৮টি।

.