উমেশের ডেলিভারিতে ভাঙল স্ট্যাম্প (ভিডিও)
উমেশ যাদবের এই ডেলিভারির ভিডিওটা ভাইরাল হয়ে গিয়েছে। বিশাখপত্তনাম টেস্টে প্রথম ইনিংসে ভারতের ৪৫৩ রানের জবাবে ইংল্যান্ড অল আউট হয়ে যায় ২৫৫ রানে। সেই ইনিংসেই পারফেক্ট ডেলিভারিতে জনি বেয়ারস্টোকে ক্লিন বোল্ড আউট করে দেন উমেশ যাদব। বেয়ারস্টোয়ের মাঝের স্ট্যাম্প মাটি থেকে উপড়ে যায়। দেখুন সেই পারফেক্ট ডেলিভারি।
Updated By: Nov 23, 2016, 03:03 PM IST
![উমেশের ডেলিভারিতে ভাঙল স্ট্যাম্প (ভিডিও) উমেশের ডেলিভারিতে ভাঙল স্ট্যাম্প (ভিডিও)](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/11/23/71093-stamp.jpg)
ওয়েব ডেস্ক: উমেশ যাদবের এই ডেলিভারির ভিডিওটা ভাইরাল হয়ে গিয়েছে। বিশাখপত্তনাম টেস্টে প্রথম ইনিংসে ভারতের ৪৫৩ রানের জবাবে ইংল্যান্ড অল আউট হয়ে যায় ২৫৫ রানে। সেই ইনিংসেই পারফেক্ট ডেলিভারিতে জনি বেয়ারস্টোকে ক্লিন বোল্ড আউট করে দেন উমেশ যাদব। বেয়ারস্টোয়ের মাঝের স্ট্যাম্প মাটি থেকে উপড়ে যায়। দেখুন সেই পারফেক্ট ডেলিভারি।
আরও পড়ুন- জাহিরকে বোলিং কোচ করছে না বিসিসিআই, কেন জানেন