WTC Final 2023, IND vs AUS: কোহলি-পূজারাকে 'বিরাট' ভয় পাচ্ছে প্যাট কামিন্সের দল! মাইন্ড গেম শুরু করে দিলেন রিকি পন্টিং

গত বার বিরাটের অধিনায়কত্বে বিশ্ব টেস্ট ফাইনালে হেরেছিল টিম ইন্ডিয়া। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেই ফাইনালে বড় রান হাতছাড়া করেছিলেন দুই তারকা। এবার অজিদের বিরুদ্ধে দুই তারকা ব্যাটে ঝড় তুলে টেস্ট ফাইনাল জিততে পারে কিনা সেটাই দেখার। 

Edited By: সব্যসাচী বাগচী | Updated By: Jun 1, 2023, 01:42 PM IST
WTC Final 2023, IND vs AUS: কোহলি-পূজারাকে 'বিরাট' ভয় পাচ্ছে প্যাট কামিন্সের দল! মাইন্ড গেম শুরু করে দিলেন রিকি পন্টিং
ব্যর্থতা ভুলে এবার ফাইনালে ঘুরে দাঁড়াতে মরিয়া বিরাট কোহলি ও চেতেশ্বর পূজারা। ফাইল চিত্র

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হাতে আর মাত্র এক সপ্তাহের কম সময়। আগামী ৭ জুন থেকে ওভালের (The Oval) বাইশ গজে শুরু হবে বিশ্ব টেস্ট ফাইনাল (ICC World Test Championship Final 2023)। টিম ইন্ডিয়া (Team India) ও অস্ট্রেলিয়া (Australia), দুই দলই অনুশীলন শুরু করে দিয়েছে। এমনই প্রেক্ষাপটে 'মাইন্ড গেম' শুরু করে দিলেন রিকি পন্টিং (Ricky Ponting)। তাঁর দাবি, বিরাট কোহলি (Virat Kohli) ও চেতেশ্বর পূজারাকে (Cheteshwar Pujara) ভয় পাচ্ছে প্যাট কামিন্সের (Pat Cummins) দল! আইপিএল-এ (IPL 2023) দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) কোচ হলেও, দেশের প্রসঙ্গ এলে আগ্রাসী মেজাজে থাকেন অজিরা। আর তাই ক্রিকেট পণ্ডিতদের দাবি, ভারতীয় দলের তারকাদের নিয়ে ইতিবাচক মন্তব্য করে রোহিত শর্মার (Rohit Sharma) দলের উপর চাপ তৈরি করছেন অস্ট্রেলিয়ার জোড়া বিশ্বকাপজয়ী প্রাক্তন অধিনায়ক। 

'মেন ইন ব্লু' ব্রিগেডে একাধিক তারকা থাকলেও কেন পন্টিং বিশেষ করে বিরাট ও পূজারার নাম নিলেন? পন্টিংয়ের প্রতিক্রিয়া, "গোটা অস্ট্রেলিয়া দল বিরাটকে কীভাবে আউট করা যায়, সেটা নিয়ে আলোচনা করছে। আমার মনে এটা নিয়ে কোনও সন্দেহ নেই। আইপিএল-এ বিরাট দুরন্ত ফর্মে ছিল। ফরম্যাট টি-টোয়েন্টি হলেও, বিরাট ছন্দে রয়েছে। তাই মেগা ফাইনালের আগে অস্ট্রেলিয়া চাপে থাকবেই।" 

অজিদের বিরুদ্ধে বিরাটের টেস্ট রেকর্ড বেশ আকর্ষণীয়। এখনও পর্যন্ত ২৪টি টেস্টের ৪২টি ইনিংসে ১৯৭৯ রান করেছেন বিরাট। গড় ৪৮.২৬। স্ট্রাইক রেট ৫২.২৫। সঙ্গে রয়েছে ৮টি শতরান ও ৫টি অর্ধ শতরান। সর্বোচ্চ গত বর্ডার-গাভাসকর ট্রফির চতুর্থ টেস্টে ৩৬৪ বলে ১৮৬ রান। শুধু টেস্ট নয়, এবারের ক্রোড়পতি লিগে ব্যাট হাতে ফের দাপট দেখিয়েছেন বিরাট। ১৪ ম্যাচে তাঁর রান ৬৩৯। গড় ৫৩.২৫। স্ট্রাইক রেট ১৩৯.৮২। দুটি শতরানের সঙ্গে রয়েছে ছ'টি অর্ধ শতরান। সর্বোচ্চ গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ৬১ বলে অপরাজিত ১০১ রান। যদিও শেষরক্ষা হয়নি। শেষ পর্যন্ত ১৬তম আইপিএল থেকেও খালি হাতে ফিরেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এবার বিরাট এবার অধিনায়ক রোহিত শর্মার হাতে বিশ্ব টেস্ট ফাইনালের ট্রফি তুলে দিতে পারেন কিনা সেটাই দেখার। 

আরও পড়ুন: INDIA vs PAKISTAN, Asia Cup 2023: এশিয়া কাপ থেকে বাবরদের সরে যাওয়ায় ভারতের মাটিতে পাকিস্তানের বিশ্বকাপ খেলায় ধোঁয়াশা!

আরও পড়ুন: Mahendra Singh Dhoni: লক্ষ্য ২০২৪-এর আইপিএল, হাঁটুর অস্ত্রোপচার করাতে পারেন 'ক্যাপ্টেন কুল'

অন্যদিকে পূজারাও পিছিয়ে নেই। সেটাও জানেন পন্টিং। তাই তাঁর প্রতিক্রিয়া, "পূজারা ভারতের ব্যাটিং লাইনআপের মেরুদণ্ড। এমনকি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওর রেকর্ড দারুণ। আমাদের দেশেও পূজারার রেকর্ড দারুণ অস্ট্রেলিয়ার গতিময় উইকেটে পূজারা অনেক রান করেছে। ওভালের পিচও অনেকটা একইরকম। তাই পূজারা এবার বড় রান করলে, আমি একেবারেই অবাক হব না। আর তাই বিরাট ও পূজারার নাম অজিদের নোটবুকে রয়েছে। কারণ ওরা দু'জনই প্রকৃত ম্যাচ উইনার।" 

বিরাটের মতো অজিদের বিরুদ্ধে পূজারার রেকর্ডও আকর্ষণীয়। এখনও পর্যন্ত  ২৪টি টেস্টের ৪৩টি ইনিংসে ২০৩৩ রান করেছেন 'চে পূজারা'। গড় ৫০.৮২। স্ট্রাইক রেট ৪২.০৮। সঙ্গে রয়েছে ৫টি শতরান ও ১১টি অর্ধ শতরান। সর্বোচ্চ ৩৪১ বলে ২০৪ রান। 

গত বার বিরাটের অধিনায়কত্বে বিশ্ব টেস্ট ফাইনালে হেরেছিল টিম ইন্ডিয়া। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে সেই ফাইনালে বড় রান হাতছাড়া করেছিলেন দুই তারকা। এবার অজিদের বিরুদ্ধে দুই তারকা ব্যাটে ঝড় তুলে টেস্ট ফাইনাল জিততে পারে কিনা সেটাই দেখার। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.