WT20: নতুন জার্সি গায়ে চাপিয়ে আবেগতাড়িত Ravichandran Ashwin

চার বছর পর আবার জাতীয় টি-টোয়েন্টি দলে ফিরেছেন রবিচন্দ্রন অশ্বিন।  

Updated By: Oct 17, 2021, 09:25 PM IST
WT20: নতুন জার্সি গায়ে চাপিয়ে আবেগতাড়িত Ravichandran Ashwin
ফের একবার নীল জার্সি গায়ে চাপিয়ে রবিচন্দ্রন অশ্বিন। ছবি : ইনস্টাগ্রাম

নিজস্ব প্রতিবেদন: টি-টোয়েন্টি বিশ্বকাপ (WT20) শুরু হওয়ার আগে ভারতীয় দলের (Team India) নতুন জার্সি পেয়ে আপ্লুত রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। শুধু আপ্লুত নন, আবেগতাড়িতও এই অফ স্পিনার। সেটাই ইনস্টাগ্রামে লিখলেন অশ্বিন। ২০১৭ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ বার ক্রিকেটের সবচেয়ে ছোট ফরম্যাটে তাঁকে দেখা গিয়েছিল। তারপর ফের চার বছর পর ফের একবার টি-টোয়েন্টি দলে এলেন অশ্বিন। তাও আবার বিশ্বকাপের মঞ্চে কামব্যাক করলেন তিনি।  

নীল জার্সি গায়ে চাপিয়ে রবিবার অশ্বিন ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন। সেখানে তাঁর মেয়েকেও দেখা যাচ্ছে। অশ্বিন লিখেছেন, 'যখন আপনার মেয়ে বলে ওঠে, তোমাকে এমন জার্সিতে প্রথমবার দেখলাম, তখন ওকে ছেড়ে যেতে ইচ্ছে করে না। আপনিও কি পারবেন?' 

আরও পড়ুন: WT20: Hardik Pandya-র ভবিষ্যৎ নিয়ে কেন এমন মন্তব্য করলেন Gautam Gambhir?

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ashwin (@rashwin99)

এ দিকে চার বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে অশ্বিনের সুযোগ পাওয়া নিয়ে মুখ খুললেন বিরাট কোহলি (Virat Kohli)। অধিনায়ক বলেন, "সাদা বলের ক্রিকেটে পারফরম্যান্সের জন্য় অশ্বিনকে পুরস্কার দেওয়া হল। গত কয়েক বছরে ও এই ফরম্যাটে দারুণ বোলিং করেছে। বিপক্ষের ব্যাটারদের জব্দ করতে ওর জুড়ি মেলা ভার। অশ্বিন ও জাদেজার মতো স্পিনার দলে থাকার জন্য আমাদের বাড়তি সুবিধা হল।" 

ভারতীয় দলে একাধিক স্পিনার থাকলেও জায়গা পাননি যুজবেন্দ্র চাহাল। আইপিএল-এ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলে খেললেও বিশ্বকাপে নেই তিনি। চাহালকে বাদ দেওয়া প্রসঙ্গে কোহলি যোগ করেন, "চাহালকে বাদ দেওয়া বেশ কঠিন সিদ্ধান্ত। রাহুল চহার বেশ জোরে বল করতে পারে, সেই জন্য ওকে দলে নেওয়া হয়েছে। শ্রীলঙ্কাতে ভাল করেছে ও। এখানে পিচ মন্থর হবে, যারা জোরে বল করতে পারবে, তারা সুবিধা পাবে। রাহুল জোরে বল করে। উইকেটে বল রাখতে পারে। সেই জন্য ওকে নেওয়া হয়েছে।" 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.