WT20: Team India-র বিরুদ্ধে জয়ের পর Babar Azam-দের কী বার্তা দিলেন Imran Khan?
বিশ্বকাপে ১৩তম সাক্ষাতে ভারতকে হারানোর স্বাদ পেল পাকিস্তান।
নিজস্ব প্রতিবেদন: ১৯৯২ সালে বিশ্বকাপ জিতলেও চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিরুদ্ধে হারতে হয়েছিল। এর পর থেকে একদিনের বিশ্বকাপ কিংবা টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চ। প্রতিবারই হারের মুখ দেখত পাকিস্তান (Pakistan)। তবে শেষ পর্যন্ত ১৩তম সাক্ষাতে ভারতকে হারানোর স্বাদ পেল ইমরান খানের (Imran Khan) দেশ। তাই তো বাবর আজমের (Babar Azam) দলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন সেই দেশের প্রধানমন্ত্রী।
দেশ পরিচালনা করলেও তাঁর মধ্যে এখনও ক্রিকেট সত্বা বেঁচে রয়েছে। তাই সব কাজ ছেড়ে রবিবারের সন্ধেবেলা মহারণ দেখতে বসে গিয়েছিলেন একদা বিশ্বকাপ জয়ী অধিনায়ক। পরে ম্যাচ জয়ের পর টুইটারে ইমরান লিখেছেন,'পাকিস্তানের গোটা দলকে অভিনন্দন। বাবর আজম সামনে থেকে দারুণ ভাবে নেতৃত্ব দিয়েছ।'
আরও পড়ুন: WT20, IND vs PAK: 'সবে শুরু', ইতিহাস লিখে হুঙ্কার দিলেন Babar Azam
Imran Khan (@ImranKhanPTI) October 24, 2021
দারুণ অধিনায়কত্বের পর ৫২ বলে ৬৮ রানে অপরাজিত থেকে দলকে ১০ উইকেটে জয় এনে দেন বাবর আজম। রান তাড়া করতে গিয়ে এক বারও বাবর ও মহম্মদ রিজওয়ানকে রুখতে পারেনি ভারতের তারকা খচিত বোলিং। তাই এই অভিনন্দন-বার্তায় রিজওয়ানের পাশাপাশি উঠে এসেছে শাহিন শাহ আফ্রিদির কথাও উঠে এসেছে। কে এল রাহুলকে বোল্ড করে দেওয়া থেকে রোহিত শর্মাকে ইনসুইং বলে লেগ বিফোর করা। একার হাতে ভারতের ব্যাটিংকে ভেঙে দিয়েছেন আফ্রিদি। ম্যাচের সেরাও হয়েছেন তিনি। রিজওয়ান ও শাহিনের পারফরম্যান্স-এর কথাও উল্লেখও করেছেন ইমরান। লিখেছেন, 'দেশ তোমাদের সকলের জন্য গর্বিত!'