এক নজরে ঋদ্ধির রেকর্ড
সেন্ট লুসিয়াতে নয়া নজির গড়লেন ঋদ্ধিমান সাহা। বিজয় মঞ্জরেকর,মহোন্দ্র সিং ধোনি ও অজয় রাত্রাকে ছুঁলেন ঋদ্ধিমান। বিদেশের মাটিতে ভারতের চতুর্থ উইকেটরক্ষক হিসেবে টেস্টে শতরান করার নজির গড়লেন বাংলার এই উইকেটরক্ষক। নজির গড়ার ক্ষেত্রে ভারতীয় সমর্থকরা যেভাবে তার পাশে দাঁড়িয়েছেন তাতে কৃতজ্ঞ ঋদ্ধি।
ওয়েব ডেস্ক: সেন্ট লুসিয়াতে নয়া নজির গড়লেন ঋদ্ধিমান সাহা। বিজয় মঞ্জরেকর,মহোন্দ্র সিং ধোনি ও অজয় রাত্রাকে ছুঁলেন ঋদ্ধিমান। বিদেশের মাটিতে ভারতের চতুর্থ উইকেটরক্ষক হিসেবে টেস্টে শতরান করার নজির গড়লেন বাংলার এই উইকেটরক্ষক। নজির গড়ার ক্ষেত্রে ভারতীয় সমর্থকরা যেভাবে তার পাশে দাঁড়িয়েছেন তাতে কৃতজ্ঞ ঋদ্ধি।
আরও পড়ুন-ঋদ্ধির সেঞ্চুরি নিয়ে কী বললেন দাদা
এর পাশাপাশি টেস্টে ছয় ও সাত নম্বরে নেমে ভারতীয়দের মধ্যে প্রথম একসঙ্গে দুজনে শতরান করার নজির গড়লেন অশ্বিন ও ঋদ্ধিমান।
এদিকে, হাওড়াতে জগমোহন ডালমিয়া ইন্ডোর প্র্যাকটিস সেন্টারের উদ্বোধন করলেন সৌরভ গাঙ্গুলি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএবির প্রয়াত সভাপতির কন্যা বৈশালি ডালমিয়া। ইন্ডোর সেন্টারের উদ্বোধন করে সৌরভ বলেন প্রতি জেলাতেই এরকম ইন্ডোরের ব্যবস্থা করা হবে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত হয়ে সেন্ট লুসিয়াতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঋদ্ধিমান সাহার ব্যাটিংয়ের ভূয়সী প্রশংসা করেন সৌরভ।