রাঁচিতে কিপিং করতে গিয়ে ডান হাতের আঙুলে চোট পেলেন ঋদ্ধি!

ব্যাথায় কাবু ঋদ্ধি সঙ্গে সঙ্গেই ফিজিওকে নিয়ে মাঠ ছাড়েন।

Updated By: Oct 21, 2019, 11:33 PM IST
রাঁচিতে কিপিং করতে গিয়ে ডান হাতের আঙুলে চোট পেলেন ঋদ্ধি!

নিজস্ব প্রতিবেদন :  রাঁচিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টেস্টে ভারতীয় দল যখন জয়ের গন্ধ পেয়ে গিয়েছে তখনই ধাক্কা! কিপিং করতে গিয়ে ডান হাতের আঙুলে চোট পেলেন পেলেন ঋদ্ধিমান সাহা। চোটে কাবু ঋদ্ধি মাঠ ছাড়েন। তাঁর পরিবর্তে দিনের বাকি সময়টা কিপিং করেন ঋষভ পন্থ।

 

তৃতীয় দিনের খেলার শেষ দিকে অশ্বিনের বলে কিপিং করতে গিয়ে আঙুলের ডগায় চোট পান বাংলার এই উইকেটরক্ষক। ব্যাথায় কাবু ঋদ্ধি সঙ্গে সঙ্গেই ফিজিওকে নিয়ে মাঠ ছাড়েন। বাকি সময়ে আর কিপিং করতে পারেননি তিনি। ঋদ্ধির জায়গায় কিপিং করেন ঋষভ পন্থ। বোর্ড সূত্রে জানানো হয়েছে, ডান হাতের অনামিকায় চোট রয়েছে ঋদ্ধির। তবে আগের থেকে অনেকটাই  ভাল আছেন। বাকি টেস্টে ঋদ্ধির কিপিং করার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে, মঙ্গলবার সকালে। এই মুহুর্তে দুরন্ত ছন্দে থাকা ঋদ্ধি পুণে টেস্টে দারুণ সব ক্যাচ ধরেছিলেন। সমর্থকরাও তাঁকে ডাকতে শুরু করেছিলেন 'সুপারম্যান সাহা' বলে।

আরও পড়ুন - দেশের মাটিতে প্রোটিয়াদের হোয়াইটওয়াশ করতে কোহলিদের দরকার আর মাত্র ২টি উইকেট

.