WATCH | Bajrang Punia: আচমকাই নির্বাসিত বজরং! এবার অনিশ্চিত অলিম্পিক্স, কী সাফাই কুস্তিগিরের?
Wrestler Bajrang Punias Big Allegation After Doping Ban: আচমকাই নাডার নির্বাসনের মুখে দেশের তারকা কুস্তিগির বজরং পুনিয়া। এবার তিনি ভিডিয়ো পোস্ট করে এই নিয়ে মুখ খুললেন।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মহাবিপাকে দেশের কুস্তির মেগাস্টার বজরং পুনিয়া (Bajrang Punia)। ৩০ বছরের হরিয়ানার ফ্রিস্টাইল কুস্তিগিরকে সাময়িক ভাবে নির্বাসিত করল ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি বা নাডা! প্যারিস অলিম্পিকের ঠিক আগেই যে খবরে নড়ে গিয়েছে ভারতীয় ক্রীড়ামহল। কারণ বজরং ভারতের অলিম্পিক্স পদকের অন্যতম দাবিদার। প্রশিক্ষক বিনোদ কুমারের শিষ্যের টোকিও অলিম্পিক্স থেকে এসেছে ব্রোঞ্জ। কমনওয়েলথে রয়েছে জোড়া পদক। এশিয়াডে সোনার সঙ্গেই রয়েছে বিশ্ব চ্যাম্পিয়নশিপে তিনটি পদক।
এখন প্রশ্ন বজরংকে কেন নাডা সাসপেন্ড করল? গত মার্চে সোনিপতে আসন্ন প্য়ারিস অলিম্পিক্সের জাতীয় পর্যায়ের ট্রায়াল আয়োজিত হয়েছিল। সেই সময় ডোপ পরীক্ষার জন্য বজরং মূত্রের নমুনা দেননি। এই গুরুতর অপরাধেই অনির্দিষ্টকালীন সময়ের জন্য় নির্বাসিত বজরং। আর এই নির্বাসন ওঠা না পর্যন্ত বজরং আগামী দিনে, অলিম্পিক্সের যোগ্যতা অর্জনের কোনও প্রতিযোগিতাতেই অংশ নিতে পারবেন না। নাডার আধিকারিকরা একাধিকবার বজরংয়ের থেকে ডোপ পরীক্ষার নমুনা চেয়েছিলেন সংগ্রহের জন্য়। তবে বজরং তা দেননি বলেই অভিযোগ।
বজরং এবার সাফাই দিয়ে, তাঁর এক্স হ্য়ান্ডেলে ভিডিয়ো পোস্ট করেছেন। সেখানে তিনি লেখেন, 'নাডার আমার থেকে ডোপ পরীক্ষার নমুনা চাওয়ার ইস্য়ুতে একটি বিষয়ে পরিষ্কার করতে চাই। আমি কখনই নাডার আধিকারিকদের নমুনা দিতে অস্বীকার করিনি। আমি তাদের অনুরোধ করেছিলাম যে তারা যে মেয়াদোত্তীর্ণ কিট নিয়ে এসেছে নমুনা সংগ্রহের জন্য়, সেই বিষয়ে তারা কী পদক্ষেপ নিয়েছে, সে ব্য়াপারে প্রথমে আমাকে উত্তর দিতে হবে। তারপর আমার ডোপ পরীক্ষা করুন। আমার আইনজীবী বিদুশ সিঙ্গানিয়া সময়মতো এই চিঠির জবাব দেবেন।' বোঝাই যাচ্ছে যে বজরং রীতিমতো জনি শক্ত করেই লড়াইয়ে নেমেছেন।
আরও পড়ুন: WATCH | Kavya Maran: উফফফ...মালকিন! হাতের কাজ রাখুন, শুধু তাঁকে দেখুন...
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)