হিন্দু ধর্মাবলম্বী বলে পাকিস্তানে অবহেলিত, ভারতীয় নাগরিকত্ব নেবেন? কী বললেন দানিশ কানেরিয়া!

টেস্টে পাকিস্তানের সর্বকালের অন্যতম সফল লেগ স্পিনার কানেরিয়া। কিন্তু পাকিস্তানের জার্সি গায়ে ওয়ান ডে খেলেছেন মাত্র ১৮টি। 

Updated By: Jun 6, 2020, 06:02 PM IST
হিন্দু ধর্মাবলম্বী বলে পাকিস্তানে অবহেলিত, ভারতীয় নাগরিকত্ব নেবেন? কী বললেন দানিশ কানেরিয়া!

নিজস্ব প্রতিবেদন- শুধুমাত্র হিন্দু ধর্মাবলম্বী বলে পাকিস্তানে তাঁকে অবহেলিত হতে হয়েছে। পাকিস্তান ক্রিকেট দলের অনেক ক্রিকেটার তাঁর সঙ্গে টেবিলে বসে খাবারও খেতেন না। গত বছর এমনই বিস্ফোরক মন্তব্য করে বিশ্ব ক্রিকেটে হই চই ফেলে দিয়েছিলেন দানিশ কানেরিয়া। কানেরিয়ার সঙ্গে অবিচার হয়েছে, এমন কথা মেনে নিয়েছেন শোয়েব আখতারও। কানেরিয়াকে পাকিস্তান ক্রিকেট বোর্ড ফিক্সিংয়ের দায়ে আজীবন নির্বাসনের শাস্তি দিয়েছে। ইংল্যান্ড ক্রিকেট সংস্থাও কানেরিয়াকে আজীবনের জন্য নির্বাসিত করেছে। তবে কানেরিয়া প্রশ্ন তুলেছেন, মহম্মদ আমিরের মতো ক্রিকেটার ফিক্সিংয়ে জড়িত থাকার পরও তাঁকে ক্রিকেটে ফেরার সুযোগ দিয়েছে পিসিবি। তা হলে তাঁর ক্ষেত্রে এমন দ্বিচারিতা কেন! কানেরিয়া জানিয়েছেন, তাঁর আর্থিক অবস্থাও অবনতি হয়েছে। কিন্তু পিসিবি বা প্রধানমন্ত্রী ইমরান খান তাঁর পাশে দাঁড়াচ্ছেন না।

টেস্টে পাকিস্তানের সর্বকালের অন্যতম সফল লেগ স্পিনার কানেরিয়া। কিন্তু পাকিস্তানের জার্সি গায়ে ওয়ান ডে খেলেছেন মাত্র ১৮টি। কানেরিয়া বলেছেন, তাঁকে ইচ্ছে করে দল থেকে বাদ দিতেন শাহিদ আফ্রিদি। কানেরিয়া লেগ স্পিনার। আবার আফ্রিদিও তাই। সেই জন্যই কানেরিয়াকে বাদ দিতেন আফ্রিদি। এমনই দাবি করেছিলেন তিনি। আফ্রিদি অবশ্য এই নিয়ে কোনও প্রতিক্রিয়া দেননি। কানেরিয়া বলেছেন, পাকিস্তান দলে অনেকগুলো লবি চলত। তবে তাঁকে কোনো লবিতেই জায়গা দেওয়া হত না। আর তাই ওয়ান ডে ক্রিকেটে তাঁকে খেলানো হত না। এমনকী পাকিস্তানের হয়ে একটিও টি-২০ খেলেননি কানেরিয়া। এখন তাঁর ৩৯ বছর বয়স। বহুদিন ক্রিকেটের বাইরে থাকায় ফিটনেস সমস্যা। কানেরিয়া তবু বলছেন, ''আমি খেলার জন্য প্রস্তুত। ভারত, বাংলাদেশে কোচিং করাতে চাই। ধারাভাষ্য দিতে চাই। কিন্তু পিসিবির জন্য কোনো সুযোগ আমি পাচ্ছি না। আমাকে একঘরে করে রাখা হয়েছে।'' 

আরও পড়ুন-  করোনার থাবা, চলে গেলেন মোহনবাগানের প্রাক্তন ফুটবলার

পাকিস্তানে অবহেলিত। তা হলে কি সিএএ আইন অনুযায়ী কানেরিয়া ভারতীয় নাগরিকত্ব পেলে গ্রহণ করবেনয কানেরিয়ার কিন্তু পাকিস্তানের আওয়ামের প্রতি কোনও অভিমান নেই। তিনি বলেছেন, ''আমার যাবতীয় সমস্যা পিসিবির সঙ্গে। পাকিস্তানের মানুষ এখনো আমাকে সম্মান করে। এখানে আমার কোনো সমস্যা নেই। কিন্তু পাকিস্তান ক্রিকেটে আমার সঙ্গে দ্বিচারিতা হয়েছে। তবে কয়েকজন লোকের দোষের জন্য আমি পাকিস্তান ছেড়ে কোথাও যেতে চাই না। পাকিস্তানের ক্রিকেট বোর্ড অন্য ক্রিকেটারদের সঙ্গে সবরকম সহযোগিতা করে। কিন্তু আমার বেলায় যেন কিছুই করতে মন চায় না পিসিবি কর্তাদের।''

.