বিশ্বকাপের এক ডজন 'কুরুক্ষেত্র' : লুজনিকি স্টেডিয়াম

লুজনিকি স্টেডিয়াম, মস্কো

Updated By: Jun 13, 2018, 06:44 PM IST
বিশ্বকাপের এক ডজন 'কুরুক্ষেত্র' : লুজনিকি স্টেডিয়াম

# লুজনিকি স্টেডিয়াম, মস্কো 

* আসন সংখ্যা : ৮১,০০০ 

রাশিয়া বিশ্বকাপের সবচেয়ে বড় স্টেডিয়াম এই লুজনিকি স্টেডিয়াম। মস্কোর এই স্টেডিয়ামে দর্শক আসন সংখ্যা ৭৪ হাজার থেকে বেড়ে হয়েছে ৮১ হাজার। ১৯৫৬ সালে তৈরি হওয়া এই স্টেডিয়ামটিকে বিশ্বকাপের জন্য সম্পূর্ণ নতুনভাবে তৈরি করা হয়েছে। ১৫ জুলাই এখানেই হবে রাশিয়া বিশ্বকাপের ফাইনাল ম্যাচ।

২০১৩ সালের পর থেকে লুজনিকি স্টেডিয়ামের সংস্কারের কাজ শুরু হয়। ১৯৯৬ সালে স্টেডিয়ামে যুক্ত হওয়া ছাদ ও আইকনিক আউটার গেটটি একইরকম রাখা হয়েছে।অ্যাথলেটিক্স ট্র্যাক উঠিয়ে ফেলা হয়েছে। ২০০৮ সালে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল এই স্টেডিয়ামে হওয়ায় ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ও চেলসির ভক্তদের কাছে স্টেডিয়ামটি বেশ পরিচিত

* কোন কোন ম্যাচ রয়েছে লুজনিকি স্টেডিয়ামে 

 

@ গ্রুপ পর্ব : 
 

রাশিয়া বনাম সৌদি আরব (গ্রুপ-এ)
 

জার্মানি বনাম মেক্সিকো (গ্রুপ-এফ)
 

পর্তুগাল বনাম মরক্কো (গ্রুপ-বি)
 

ডেনমার্ক বনাম ফ্রান্স (গ্রুপ-সি)

@ নক আউট পর্ব : 

রাউন্ড অব সিক্সটিন
 

সেমি-ফাইনাল 
 

ফাইনাল

   

 

.