Smriti Mandhana, Womens Asia Cup 2022: মিতালি রাজকে টপকে কোন রেকর্ড গড়লেন স্মৃতি মান্ধানা? জেনে নিন

Smriti Mandhana, Womens Asia Cup 2022: শ্রীলঙ্কার ৯ উইকেটে ৬৫ রানের জবাবে ব্যাট করতে নেমে ২ উইকেটে ৭১ রান তুলে ভারত সপ্তমবারের জন্য মেয়েদের এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়। ৬টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ২৫ বলে ৫১ রানের দুর্দান্ত ইনিংস খেলে নট আউট থাকেন মান্ধনা। এমন পারফরম্যান্সের পর একই সঙ্গে একাধিক ব্যক্তিগত নজির গড়েন।

Updated By: Oct 15, 2022, 08:33 PM IST
Smriti Mandhana, Womens Asia Cup 2022: মিতালি রাজকে টপকে কোন রেকর্ড গড়লেন স্মৃতি মান্ধানা? জেনে নিন
ফাইনালে মারমুখী মেজাজে ব্যাট করলেন স্মৃতি মান্ধানা। ছবি: টুইটার

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ৮.২ ওভারে ওশাদি রণসিংহের বলে চার মেরে স্কোর লেভেল করেন স্মৃতি মান্ধনা (Smriti Mandhana)। তখন তাঁর ব্যাক্তিগত স্কোর দাঁড়ায় ৪৫। সুতরাং ১ রান নিলেই ভারত (Indian Womens Cricket Team) জয়ের লক্ষ্যে পৌঁছে যেত। তবে মান্ধনা পরের বলে ছক্কা হাঁকিয়ে ভারতের মহিলা দলের ঝুলিতে এশিয়া কাপ (Womens Asia Cup 2022) এনে দিলেন। দলকে ম্যাচ জেতানোর পাশাপাশি ব্যক্তিগত অর্ধশতরানও পূর্ণ করেন তিনি। আর অর্ধ শতরানের পরেই একাধিক রেকর্ড ভাঙলেন এই ওপেনার। টপকে গিয়েছেন মিতালি রাজকেও (Mithali Raj)। 

শ্রীলঙ্কার ৯ উইকেটে ৬৫ রানের জবাবে ব্যাট করতে নেমে ২ উইকেটে ৭১ রান তুলে ভারত সপ্তমবারের জন্য মেয়েদের এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়। ৬টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ২৫ বলে ৫১ রানের দুর্দান্ত ইনিংস খেলে নট আউট থাকেন মান্ধনা। এমন পারফরম্যান্সের পর একই সঙ্গে একাধিক ব্যক্তিগত নজির গড়েন।

পড়ুন, বাঙালির প্রাণের উৎসবে আমার 'e' উৎসব। Zee ২৪ ঘণ্টা ডিজিটাল শারদসংখ্যা

এক: ভারতের হয়ে মেয়েদের টি-টোয়েন্টি ক্রিকেটে এটি যুগ্মভাবে তৃতীয় দ্রুততম অর্ধ শতরানের রেকর্ড। তালিকার প্রথম দু'টি স্থানেও যদিও মান্ধনারই নাম রয়েছে।

১. ২০২২ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ২৩ বলে অর্ধ শতরান করেন। 
২. ২০১৯ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২৪ বলে অর্ধ শতরান। 
৩. ২০১৮ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ২৫ বলে অর্ধ শতরান। 
৪. ২০২২ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে (এই ম্যাচে) ২৫ বলে অর্ধ শতরান।  

আরও পড়ুন: INDW vs SLW, Womens Asia Cup 2022: রেণুকা-রাজেশ্বরীদের দাপুটে বোলিং, রেকর্ড সপ্তম এশিয়া কাপ জিতল হরমনের প্রমীলাবাহিনী

আরও পড়ুন: Harmanpreet Kaur, Womens Asia Cup 2022: কোন ছকে এল ট্রফি? জানালেন রেকর্ডে নাম লেখানো অধিনায়ক হরমনপ্রীত

দুই: মেয়েদের কোনও টি-টোয়েন্টি প্রতিযোগিতার নক-আউট ম্যাচে কোনও ব্যাটারের করা এটি দ্বিতীয় দ্রুততম অর্ধ শতরান। এই রেকর্ড রয়েছে মান্ধনার নামেই।

১. ২০২২ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ২৩ বলে অর্ধ শতরান করেন মান্ধনা।
২. ২০২২ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ২৫ বলে অর্ধ শতরান করেন মান্ধনা।
৩. ২০১৮ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ২৭ বলে অর্ধ শতরান করেন অস্ট্রেলিয়ার মেগ ল্যানিং।

তিন: ভারতের হয়ে মেয়েদের টি-টোয়েন্টি ক্রিকেটে সব থেকে বেশি অর্ধ শতরান করেছেন মন্ধনা। ফলে টপকে গিয়েছেন মিতালি রাজকে। মিতালি মেয়েদের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে মোট ১৭টি অর্ধ শতরান করেছেন। মান্ধনা এই নিয়ে মোট ১৮টি অর্ধ শতরান করেন আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.