একটু পরেই শারজায় মহারণ, আজ মেয়েদের আইপিএল ফাইনাল
ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু ম্যাচ।
নিজস্ব প্রতিবেদন : আজ শারজা ক্রিকেট স্টেডিয়ামে Women's T20 Challenge-এর ফাইনাল। মুখোমুখি সুপারনোভাস ও ট্রেলব্লেজার্স। আজ জিততে পারলেই খেতাবের হ্যাটট্রিক হয়ে যাবে সুপারনোভাসের। অন্যদিকে ট্রেলব্লেজার্স জিতলে মেয়েদের টি-টোয়েন্টি চ্যালেঞ্জে নতুন চ্যাম্পিয়ন দল পাওয়া যাবে।
.@mandhana_smriti or @ImHarmanpreet ? #Trailblazers or #Supernovas?
A new champion or a hat-trick of title triumphs? We will find out tonight in the Final of #JioWomensT20Challenge
Preview by @ameyatilak https://t.co/Md6RLWH3fr pic.twitter.com/mU59KwETwb
— IndianPremierLeague (@IPL) November 9, 2020
গ্রুপ পর্ব শেষে সুপারনোভাস, ট্রেলব্লেজার্স এবং ভেলোসিটি-তিন দলেরই পয়েন্ট ছিল দুই করে। কিন্তু রান রেটের কারনে ছিটকে যায় মিতালি রাজের নেতৃত্বাধীন ভেলোসিটি দল। যদিও শনিবার মুখোমুখি হয়েছিল সুপারনোভাস-ট্রেলব্লেজার্স। যেখানে হাড্ডাহাড্ডি লড়াইয়ের শেষে সুপারনোভাস ২ রানে হারায় ট্রেলব্লেজার্সকে। ফাইনালে তাই হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভবনা। একদিকে হরমনপ্রীত কৌরের সুপারনোভাস এবং অন্যদিকে স্মৃতি মান্ধানার ট্রেলব্লেজার্স। ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু ম্যাচ।
আরও পড়ুন - অস্ট্রেলিয়া সফরের টেস্ট দলে রোহিত শর্মা, ঋদ্ধিকে নিয়ে পরে সিদ্ধান্ত নেবে বোর্ড