এশিয়া কাপে মালয়েশিয়াকে ১৪২ রানে হারাল ভারত
প্রথমে ব্যাট করে এদিন নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৬৯ রান তোলে ভারতীয় দল৷
নিজস্ব প্রতিবেদন : মিতালি রাজের অনবদ্য ব্যাটিং সঙ্গে দুরন্ত বোলিং পূজা-পুনম-অনুজার। টিম গেমে দুরন্ত জয় দিয়েই মহিলাদের এশিয়া কাপে অভিযান শুরু করল হরমনপ্রীত অ্যান্ড কোম্পানি। মালয়েশিয়াকে ১৪২ রানে হারাল ভারতীয় প্রমিলা বাহিনী।
@BCCIWomen begin their #WAC2018 campaign with dominant 142 run win against Malaysia.
Earlier, Mithali Raj came agonisingly close to a what would have been a brilliant century, remaining unbeaten on 97! #INDvsMAL #ACC #WAC2018 pic.twitter.com/QkOvgf8xCz— AsianCricketCouncil (@ACCMedia1) June 3, 2018
প্রথমে ব্যাট করে এদিন নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৬৯ রান তোলে ভারতীয় দল৷ ৬৯ বলে ৯৭ রানের অপরাজিত ইনিংস খেলেন মিতালি রাজ৷ মূলত মিতালির ব্যাটে ভর করেই বড় রানের দিকে এগিয়ে যায় ভারত। অধিনায়ক হরমনপ্রীত কউর করেন ৩২ রান৷
আরও পড়ুন- সুনীলের শততম ম্যাচের স্বাক্ষী থাকবেন সঞ্জয় সেন, কুর্নিশ পিকে-র
কুড়ি ওভারে ১৭০ রানের টার্গেট তাড়া করতে নেমে তাসের ঘরের মত ভেঙে পড়ে মালয়েশিয়ার ব্যাটিং লাইন আপ। মালয়েশিয়ার ৬ ব্যাটসম্যান শূন্য রান করে প্যাভিলিয়নে ফেরেন। দলের হয়ে সর্বোচ্চ ৫রান করেন অধিনায়ক উইনিফ্রেড দুরাইসিঙ্গম৷ মাত্র ২৭ রানে অলআউট হয়ে যায় মালয়েশিয়া। ভারতের হয়ে পূজা বস্ত্রকার ৩টি উইকেট নেন। ২টি করে উইকেট নেন পূনম যাদব এবং অনুজা পাটিল। ম্যাচের সেরা হয়েছেন মিতালি রাজ।