৩৫ বছর বয়সে অষ্টমবার উইম্বলডন জিতে ইতিহাস গড়লেন রজার ফেডেরার

Updated By: Jul 16, 2017, 10:54 PM IST
৩৫ বছর বয়সে অষ্টমবার উইম্বলডন জিতে ইতিহাস গড়লেন রজার ফেডেরার

ওয়েব ডেস্ক: উইম্বলডনের সেন্টার কোর্টে ইতিহাস গড়লেন রজার ফেডেরার। পঁয়ত্রিশ বছর বয়সে অষ্টমবারের জন্য উইম্বলডন জিতলেন সুইস তারকা। ফাইনালে ক্রোয়েশিয়ান মার্লিন সিলিচকে স্ট্রেট সেটে উড়িয়ে দেন ফেড এক্সপ্রেস। উনিশতম গ্র্যান্ডস্লাম জিতে এই মুহুর্তে সবার আগে ফেডেরার। এভাবেও ফিরে আসা যায়। পাঁচ বছর পর উইম্বলডনের সেন্টার কোর্টে ফিরল রজার ফেডেরারের মাস্তানি। পঁয়ত্রিশ বছর বয়সে উইম্বলডনে খেতাব জিতলেন সুইস তারকা। এই কয়েক মাসেও টেনিস বিশ্ব কার্যত মুছে ফেলেছিল কিংবদন্তি এই টেনিস তারকাকে। ছয় মাস চোটের কারণে কোর্টের বাইরে থাকার পর প্রত্যাবর্তনে পরপর দুটো গ্র্যান্ডস্লাম জিতলেন রজার। জানুযারী মাসে অস্ট্রেলিয়ান ওপেন জয়ের পর জুলাই মাসে উইম্বলডন। রূপকথা ছাড়া এটা কি আর হতে পারে। জোকো,মারে,নাদাল আগেই বিদায় নিয়েছিল। ফেড এক্স আর  ইতিহাসের মাঝে শুধু দাঁড়িয়ে ছিলেন ক্রোয়েশিয়ান সিলিচ। রবিবার সেন্টার কোর্টে ম্যাজেস্টিক ফেডেরারের সামনে দাঁড়াতেই পারেননি চোটে কাবু ক্রোয়েশিয়ান তারকা। স্ট্রেট সেটে জিতে উইম্বলডনে ইতিহাস গড়ে ফেললেন সুইস তারকা।

আরও পড়ুন জানেন কোচ হিসেবে রবি শাস্ত্রী কত টাকা মাইনে পাবেন?

অষ্টমবারের জন্য উইম্বলডন জিতে কিংবদন্তি সাম্প্রাসকে পেছনে ফেলে দিলেন ফেড এক্সপ্রেস। উনিশতম গ্র্যান্ডস্লাম জিতে এখন সবার আগে সুইস তারকা। একইসঙ্গে পঁয়ত্রিশ বছর বয়সে উইম্বলডন জিতে সবচেয়ে বয়স্ক হিসাবে উইম্বলডন জয়ের নজিরও গড়ে ফেললেন বিশ্বটেনিসের সেরা তারকা। এখানেই শেষ নয়। পরের বছর ফেডেরার আবার ঘাসের কোর্টে ফিরতে চান তাঁর নবম খেতাবের জন্য।

আরও পড়ুন  আইপিএলে চেন্নাইয়ের ফিরে আসাটা নিজের স্টাইলে সেলিব্রেট করলেন ধোনি

.