এই ভারতীয় দলকে নিয়ে চিন্তায় রয়েছেন আমলা এবং ডুপ্লেসি

Updated By: Aug 27, 2017, 05:37 PM IST
এই ভারতীয় দলকে নিয়ে চিন্তায় রয়েছেন আমলা এবং ডুপ্লেসি

ওয়েব ডেস্ক: দক্ষিণ আফ্রিকার ফ্যাফ ডুপ্লেসি এবং হাসিম আমলা মনে করছেন, সামনের বছরের শুরুতে যে, ভারত-দক্ষিণ আফ্রিকা ক্রিকেট সিরিজ হওয়ার কথা, সেটা বেশ কঠিন হবে। হাসিম আমলা সাংবাদিকদের বলেছেন, 'আমরা যেভাবে ইংল্যান্ডের কাছে হেরে গিয়েছি, সেটা সত্যিই হতাশজনক। তবে, এটুকু বলতে পারি যে, এই দক্ষিণ আফ্রিকা দলটা একেবারে নতুনভাবে তৈরি হচ্ছে। আগামিদিনে এই দলটিই ভাল পারফর্ম করবে। তাকিয়ে রয়েছি, দক্ষিণ আফ্রিকা টি২০ গ্লোবাল লিগের দিকে।দেখি এই লিগ শুরু হওয়ার পর, আমাদের দেশের ক্রিকেট কোন পথে এগোয়।'

আরও পড়ুন মহেন্দ্র সিং ধোনির প্রশংসায় শ্রীধর কী বলেছেন, শুনেছেন?

ফ্যাফ ডুপ্লেসি বলেছেন, 'সম্প্রতি, ভারত বিদেশের মাটিতে বেশ কিছু ভাল ম্যাচ জিতেছে। ওরা বিশ্বের সেরা দল হিসেবে নিজেদের তুলে ধরছে। একটা সময় ছিল যখন, দক্ষিণ আফ্রিকা দেশের মাটিতে অপরাজেয় ছিল। কিন্তু এই ভারতীয় দল বেশ শক্তিশালী। সিরিজে লড়াইটা কঠিন হবে।'

আরও পড়ুন  জানেন, হার্দিক পাণ্ডিয়াকে কার সঙ্গে তুলনা করলেন সুনীল গাভাসকর?

.