Yashasvi Jaiswal, WI vs IND: দুই 'লেজেন্ড' বিরাট-রোহিতের সঙ্গে ব্যাট করার অভিজ্ঞতা কেমন? অকপটে জানালেন যশস্বী

দ্বিতীয় দিনের শেষে ভারতের স্কোর চার উইকেটে ২৮৮ রান। রোহিত ৮০ রান করে আউট হলেও, ৮৭ রানে ক্রিজে রয়েছেন বিরাট। তাঁর সঙ্গে ৩৬ রানে অপরাজিত রয়েছেন রবীন্দ্র জাদেজা। তবে প্রথম টেস্টের মতো এবারও রান পেলেন না শুভমন গিল (১০) ও অজিঙ্কা রাহানে (৮)। 

Edited By: সব্যসাচী বাগচী | Updated By: Jul 21, 2023, 03:11 PM IST
Yashasvi Jaiswal, WI vs IND: দুই 'লেজেন্ড' বিরাট-রোহিতের সঙ্গে ব্যাট করার অভিজ্ঞতা কেমন? অকপটে জানালেন যশস্বী
অভিষেক টেস্টে শতরানের পর এভাবেই সেলিব্রেশন করেছিলেন যশস্বী জয়সওয়াল। ফাইল চিত্র

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রতিপক্ষ যতই ওয়েস্ট ইন্ডিজ (West Indies) হোক, আন্তর্জাতিক ক্রিকেটে যশস্বী জয়সওয়ালের (Yashasvi Jaiswal) কৃতিত্বকে অস্বীকার করা যায় না। ২ টেস্টের ২ ইনিংসে এখনও পর্যন্ত তাঁর রান ২২৮। চলতি সিরিজে এই বাঁহাতি ওপেনারই সর্বোচ্চ স্কোরার। ১১৪.০০ গড় নিয়ে এবারের ক্যারিবিয়ান সফরে শীর্ষে থেকে 'যশ' ছড়াচ্ছেন যশস্বী। অভিষেক টেস্টেই সর্বোচ্চ ১৭১ রানের ইনিংস খেলেছিলেন। সঙ্গে রয়েছে ১টি শতরান ও ১টি অর্ধ শতরান। তবে এমন জমকালো পারফরম্যান্স করলেও, টিম ইন্ডিয়ার (Team India) দুই মহাতারকা বিরাট কোহলি (Virat Kohli) ও রোহিত শর্মার (Rohit Sharma) প্রতি কৃতজ্ঞতা জানালেন ২১ বছরের তরুণ। 

দ্বিতীয় টেস্টেও দাপটের সঙ্গে আগ্রাসী মেজাজে শুরু করেছিলেন যশস্বী। তবে ৭৪ বলে ৫৭ রানে তাঁকে থামতে হয়। সেই ইনিংস ৯টি চার ও ১টি ছক্কা দিয়ে সাজানো ছিল। এরপর প্রথম দিনের খেলার শেষে যশস্বী সাংবাদিক বৈঠকে এসেছিলেন। সেখানে বিরাট ও রোহিতের সঙ্গে ব্যাটিং করার অভিজ্ঞতা সম্পর্কে জানতে চাওয়া হলে, যশস্বী অকপটে বলেন, "বিরাটকে ব্যাট করতে দেখা একটা অদ্ভুত অভিজ্ঞতা। কী বলি আমি? বিরাট একজন কিংবদন্তি। ওর সঙ্গে খেলতে পারা আমার কাছে সৌভাগ্যের। ক্রিকেট এবং তার বাইরে অনেক কিছু শেখার আছে বিরাটের থেকে। আমি চেষ্টা করি বিরাট কী ভাবছে সেটা বুঝতে।" 

আরও পড়ুন: Virat Kohli | WI vs IND: সেঞ্চুরি থেকে ১৩ রান দূরে বিরাট! মাইলস্টোন ম্যাচে ভাঙলেন রেকর্ডের পর রেকর্ড

আরও পড়ুন: Rohit Sharma | WI vs IND: আগুনে মেজাজে অধিনায়ক! ধোনিকে টপকে অবিশ্বাস্য রেকর্ড করলেন 'হিটম্যান'

দুটি টেস্টে রোহিতের সঙ্গে ওপেন করছেন যশস্বী। প্রথম টেস্টে তিনি এবং রোহিত দু’জনেই শতরান করেন। দ্বিতীয় ম্যাচেও শুরুটা ভালো করেছিলেন দু’জন। গত দুই ইনিংসে রোহিতের সঙ্গে অভিজ্ঞতা কেমন ছিল? যশস্বী ফের বলেন, "রোহিত ভাইয়ের সঙ্গে ব্যাট করতে বেশ ভালো লাগে। আমরা সব সময় পরিস্থিতি নিয়ে আলোচনা করি। কীভাবে এগোনো যায়, সেই নিয়ে ভাবি। নিজের মতো পরিকল্পনা করি।" 

বৃহস্পতিবার রোহিতের সঙ্গে ১৩৯ রানের জুটি গড়েন যশস্বী। ৫৭ রান করেন তরুণ ওপেনার। টেস্টে কেরিয়ারের দ্বিতীয় শতরান মাঠে ফেলে আসার জন্য যশস্বী হতাশ। সেটা তাঁর কথায় ফুটে উঠল। যশস্বী যোগ করেন, "আমি খুবই হতাশ। ভেবেছিলাম শতরান করতে পারব। কিন্তু সেটা হল না। তবে এটা ক্রিকেটে হয়। শিখছি এখনও। আমি সব সময় এই ঘটনাগুলো থেকে শিক্ষা নিয়ে পরের বার উন্নতি করার চেষ্টা করি।" 

দ্বিতীয় দিনের শেষে ভারতের স্কোর চার উইকেটে ২৮৮ রান। রোহিত ৮০ রান করে আউট হলেও, ৮৭ রানে ক্রিজে রয়েছেন বিরাট। তাঁর সঙ্গে ৩৬ রানে অপরাজিত রয়েছেন রবীন্দ্র জাদেজা। তবে প্রথম টেস্টের মতো এবারও রান পেলেন না শুভমন গিল (১০) ও অজিঙ্কা রাহানে (৮)। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.