'হার্দিকে হৃদয় হরণ', ধোনি, যুবরাজ, জাদেজার বদলে হার্দিক কেন টপ অর্ডারে?
সাফল্যের এভারেস্টে সবে উঠতে শুরু করেছেন, আর তাঁর শিখরে ওঠার স্টাইল দেখেই হার্দিককে হৃদমাঝারে স্থান দিচ্ছে মেন ইন ব্লু। ভারত বাংলাদেশ ম্যাচে স্লো উইকেটে রান করতে হিমশিম খাচ্ছিল ম্যান ইন ফর্ম বিরাট থেকে শুরু করে টি-টোয়েন্টির রাজা সুরেশ রায়না। আগেই ফিরেছিলেন ওপেনিং জুটির শিখর ধাওয়ান ও রোহিত শর্মা। রিজার্ভ বেঞ্চে তখন যুবি, মাহি, জাড্ডু। কে আসবেন ব্যাটে? হয় মাহি নয় যুবি। অবাক করেই ২২ গজে এলেন হার্দিক। পান্ডিয়ার 'রবিন হুড পাণ্ডে' মার্কা অ্যাটিটিউডে অনেকেই মজা করে বলছে "পাড়ার ছোকরা ছেলে ব্যাট করতে নেমেছে"। নেমেই ছয়। ৭ বলে ১৫ রানের ইনিংস। সৌম্য 'Field like Fly'-এর মত অমন একটা ক্যাচ না ধরলে আরও কটা বিগ হিট হয়ত দেখাই যেত! তবে এও ঠিক হার্দিক বারবারই সুযোগ পান। কিন্তু বারবারই মওকাতে চওকা হয় না। তাহলে ক্রিকেটের 'গ্রেট গ্যাম্বলার' ধোনি হার্দিককেই কেন টপ অর্ডারে পাঠাচ্ছেন বারেবারে? কারণ, এই সেই হার্দিক যিনি ৬ বলে ৩৬ নয়, ৩৯ রান করেছিলেন। আন্তর্জাতিক ক্রিকেটে 'হার্ট অ্যাটাক' আনতে দরকার একটা দিন, যেদিন হার্দিকের হাত চলবে, আর বলগুলো মাঠের বাইরে যাবে। ধোনিও বোধহয় এমনটাই ভাবেন।
ওয়েব ডেস্ক: সাফল্যের এভারেস্টে সবে উঠতে শুরু করেছেন, আর তাঁর শিখরে ওঠার স্টাইল দেখেই হার্দিককে হৃদমাঝারে স্থান দিচ্ছে মেন ইন ব্লু। ভারত বাংলাদেশ ম্যাচে স্লো উইকেটে রান করতে হিমশিম খাচ্ছিল ম্যান ইন ফর্ম বিরাট থেকে শুরু করে টি-টোয়েন্টির রাজা সুরেশ রায়না। আগেই ফিরেছিলেন ওপেনিং জুটির শিখর ধাওয়ান ও রোহিত শর্মা। রিজার্ভ বেঞ্চে তখন যুবি, মাহি, জাড্ডু। কে আসবেন ব্যাটে? হয় মাহি নয় যুবি। অবাক করেই ২২ গজে এলেন হার্দিক। পান্ডিয়ার 'রবিন হুড পাণ্ডে' মার্কা অ্যাটিটিউডে অনেকেই মজা করে বলছে "পাড়ার ছোকরা ছেলে ব্যাট করতে নেমেছে"। নেমেই ছয়। ৭ বলে ১৫ রানের ইনিংস। সৌম্য 'Field like Fly'-এর মত অমন একটা ক্যাচ না ধরলে আরও কটা বিগ হিট হয়ত দেখাই যেত! তবে এও ঠিক হার্দিক বারবারই সুযোগ পান। কিন্তু বারবারই মওকাতে চওকা হয় না। তাহলে ক্রিকেটের 'গ্রেট গ্যাম্বলার' ধোনি হার্দিককেই কেন টপ অর্ডারে পাঠাচ্ছেন বারেবারে? কারণ, এই সেই হার্দিক যিনি ৬ বলে ৩৬ নয়, ৩৯ রান করেছিলেন। আন্তর্জাতিক ক্রিকেটে 'হার্ট অ্যাটাক' আনতে দরকার একটা দিন, যেদিন হার্দিকের হাত চলবে, আর বলগুলো মাঠের বাইরে যাবে। ধোনিও বোধহয় এমনটাই ভাবেন।