রেড ডেভিলদের হটসিট থেকে সরিয়ে দেওয়া হতে পারে ভ্যান গালকে!

তবে কি হোসে মোরিনহোর পরিণতি হতে চলেছে লুই ভ্যান গালের? পরিস্থিতি হয়তো সেই দিকেই এগোচ্ছে। ম্যান ইউর কোচের হটসিট থেকে সরিয়ে দেওয়া হতে পারে ভ্যান গালকে। চলতি মরশুমে রেড ডেভিলসের খারাপ ফর্ম অব্যাহত। চ্যাম্পিয়ন্স লিগ থেকে ইংলিশ প্রিমিয়ার লিগ। ম্যান ইউর হতাশাজনক ফর্ম চলছেই। মরশুমের শুরুতে নিজের মতো করে দল চালানোর জন্য পূর্ণ ক্ষমতা দেওয়া হয়েছিল ডাচ কোচ। নিজের পছন্দের ফুটবলার দলে এনেছিলেন ভ্যান গাল। তবে পারফরম্যান্সে খুব একটা উন্নতি হয়নি। উল্টে ম্যান ইউর  অন্দরে ভ্যান গালের স্ট্র্যাটেজি নিয়ে হাজারো প্রশ্ন। দলের ওপর আস্তে আস্তে নিয়ন্ত্রণ হারাচ্ছেন এই দাপুটে কোচ। শনিবারের ম্যাচে হারের পর সমর্থকদের ব্যাঙ্গ,বিদ্রুপের মুখে পড়তে হয় রুনিদের হেড স্যারকে। উল্টোদিকে চাকরির খোঁজে এখনও লন্ডনেই রয়েছেন হোসে মোরিনহো। ম্যান ইউর মতো ক্লাবকে যে তার কোচিং করানো স্বপ্ন, সেটা আগেই বলেছেন স্পেশ্যাল ওয়ান। এদিকে দলের খারাপ পারফরম্যান্স,অন্যদিকে ম্যান ইউ জুড়ে মোরিনহোকে ঘিরে জল্পনা। সব মিলিয়ে কোচের হটসিট টলমল ভ্যান গালের।

Updated By: Dec 20, 2015, 06:45 PM IST
রেড ডেভিলদের হটসিট থেকে সরিয়ে দেওয়া হতে পারে ভ্যান গালকে!

ব্যুরো: তবে কি হোসে মোরিনহোর পরিণতি হতে চলেছে লুই ভ্যান গালের? পরিস্থিতি হয়তো সেই দিকেই এগোচ্ছে। ম্যান ইউর কোচের হটসিট থেকে সরিয়ে দেওয়া হতে পারে ভ্যান গালকে। চলতি মরশুমে রেড ডেভিলসের খারাপ ফর্ম অব্যাহত। চ্যাম্পিয়ন্স লিগ থেকে ইংলিশ প্রিমিয়ার লিগ। ম্যান ইউর হতাশাজনক ফর্ম চলছেই। মরশুমের শুরুতে নিজের মতো করে দল চালানোর জন্য পূর্ণ ক্ষমতা দেওয়া হয়েছিল ডাচ কোচ। নিজের পছন্দের ফুটবলার দলে এনেছিলেন ভ্যান গাল। তবে পারফরম্যান্সে খুব একটা উন্নতি হয়নি। উল্টে ম্যান ইউর  অন্দরে ভ্যান গালের স্ট্র্যাটেজি নিয়ে হাজারো প্রশ্ন। দলের ওপর আস্তে আস্তে নিয়ন্ত্রণ হারাচ্ছেন এই দাপুটে কোচ। শনিবারের ম্যাচে হারের পর সমর্থকদের ব্যাঙ্গ,বিদ্রুপের মুখে পড়তে হয় রুনিদের হেড স্যারকে। উল্টোদিকে চাকরির খোঁজে এখনও লন্ডনেই রয়েছেন হোসে মোরিনহো। ম্যান ইউর মতো ক্লাবকে যে তার কোচিং করানো স্বপ্ন, সেটা আগেই বলেছেন স্পেশ্যাল ওয়ান। এদিকে দলের খারাপ পারফরম্যান্স,অন্যদিকে ম্যান ইউ জুড়ে মোরিনহোকে ঘিরে জল্পনা। সব মিলিয়ে কোচের হটসিট টলমল ভ্যান গালের।

.