হিন্দি জানা কোচ চাই ভারতের? কার নাম নিয়ে চর্চা হচ্ছে বেশি?
ক্রিকেটাররা যাতে ভাষা সমস্যায় না পড়েন তার জন্য হিন্দি বলতে পারা কোচের দিকে ঝুঁকে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। ভারতীয় সিনিয়র দলের চিফ কোচের জন্য ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করেছে বিসিসিআই। তাতে নয়টি যোগ্যতা খতিয়ে দেখবে বোর্ড। তার মধ্যে হিন্দি বলতে পারাটাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিসিসিআই। ফলে রবি শাস্ত্রী র ভারতের চিফ কোচ হওয়ার সম্ভাবনা প্রবলভাবে তৈরি হল। কারন রবি শাস্ত্রী এই পদে আবেদন করেছেন। বিসিসিআই সূত্রে জানা গেছে বোর্ড সভাপতি অনুরাগ ঠাকুরের পছন্দের পাত্র রবি শাস্ত্রী। ভারতীয় দলের ডিরেক্টর হিসেবে রবির কাজেও খুশি অনুরাগ। ফলে রবিকে নেওয়ার জন্য কী হিন্দি বলতে পারাকে আবশ্যিক করল বিসিসিআই? তা নিয়ে রীতিমত প্রশ্ন উঠেছে ভারতীয় ক্রিকেট মহলে।
ওয়েব ডেস্ক: ক্রিকেটাররা যাতে ভাষা সমস্যায় না পড়েন তার জন্য হিন্দি বলতে পারা কোচের দিকে ঝুঁকে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। ভারতীয় সিনিয়র দলের চিফ কোচের জন্য ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করেছে বিসিসিআই। তাতে নয়টি যোগ্যতা খতিয়ে দেখবে বোর্ড। তার মধ্যে হিন্দি বলতে পারাটাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিসিসিআই। ফলে রবি শাস্ত্রী র ভারতের চিফ কোচ হওয়ার সম্ভাবনা প্রবলভাবে তৈরি হল। কারন রবি শাস্ত্রী এই পদে আবেদন করেছেন। বিসিসিআই সূত্রে জানা গেছে বোর্ড সভাপতি অনুরাগ ঠাকুরের পছন্দের পাত্র রবি শাস্ত্রী। ভারতীয় দলের ডিরেক্টর হিসেবে রবির কাজেও খুশি অনুরাগ। ফলে রবিকে নেওয়ার জন্য কী হিন্দি বলতে পারাকে আবশ্যিক করল বিসিসিআই? তা নিয়ে রীতিমত প্রশ্ন উঠেছে ভারতীয় ক্রিকেট মহলে।