Virat Kohli | Jamshaid Alam | IND vs BAN: নেটে নাস্তানাবুদ বিরাট! দু'বার আউট হয়েও ভূয়সী প্রশংসা পেসারের, কে এই জামশেদ আলম?

Who is rookie pacer Jamshaid Alam who troubled Virat Kohli in net before: রুকি পেসার জামশেদ আলমকে খেলতে গিয়ে নাজেহাল হলেন বিরাট কোহলি। কে এই বোলার, যে এই মুহূর্তে চর্চায় রয়েছেন...

Updated By: Sep 26, 2024, 06:58 PM IST
Virat Kohli | Jamshaid Alam | IND vs BAN: নেটে নাস্তানাবুদ বিরাট! দু'বার আউট হয়েও ভূয়সী প্রশংসা পেসারের, কে এই জামশেদ আলম?
কোহলির ঘুম কাড়লেন কে?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চেন্নাইয়ে ভারত-বাংলাদেশ প্রথম টেস্টে বিরাট কোহলি (Virat Kohli) দুই ইনিংস মিলিয়ে (৬ ও ১৭) ২৩ রান করেছেন। দ্বিতীয় টেস্টে তাঁর হাত থেকে বড় রানের আশায় অনুরাগীরা। ২৭ সেপ্টেম্বর থেকে যা শুরু কানপুরের গ্রিনপার্ক স্টেডিয়ামে। কিন্তু নেটসেশন থেকে যা রিপোর্ট এসেছে তা চমকে দেওয়ার মতো। শুধু জসপ্রীত বুমরা (Jasprit Bumrah), রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) ও অক্ষর প্য়াটেলই (Axar Patel) বিরাটকে নাস্তানাবুদ করেননি, রুকি বোলার জামশেদ আলমকে (Jamshaid Alam) খেলতেও রীতিমতো গলদঘর্ম হয়েছেন কিং কোহলি! জামশেদ একবার নয়, বৃহস্পতিবার দু'বার আউট করেছেন বিরাটকে। 

আরও পড়ুন: বুমরার ১৫ বলে ৪ বার আউট, অক্ষরও ছিটকে দিলেন উইকেট! রাজা আজ ফকির

এদিন জামশেদ নেটসেশনের পর বলেছেন, 'আমি বিরাট স্য়রকে চার ওভার বল করে দু'বার আউট করেছি। আমি ওই ১৩৫ কিমি প্রতি ঘণ্টায় বল করেছিলাম। আউটসাইডের ডেলিভারিতে বিরাট স্য়র অস্বস্তিতে পড়ে গিয়েছিলেন। উনি আমার কাছে এসে প্রশংসা করেন। জিজ্ঞাসা করেন যে, আমি কীরকম ক্রিকেট খেলি! কোচ গৌতম গম্ভীরও আমাকে এসে জিজ্ঞাসা করেন যে, আমি রঞ্জি ট্রফি খেলি কিনা! বিরাট-গৌতম স্য়রের এই প্রশ্নগুলিই আমার আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। কানপুরের এই পিচ পেস বোলারদের সহায়ক। যা আমাকে সাহায্য় করেছে এদিন'। জামশেদ লখনউয়ের রুকি পেসার। ভারতীয় দলের সহকারি কোচ অভিষেক নায়ারের আবিষ্কার বছর বাইশের এই জোরে বোলার। অতীতে কেকেআর তাঁকে প্র্য়াকটিস বোলার হিসেবেও ব্য়বহার করেছে। জামশেদ স্থানীয় লিগ খেলেন। বেশ নামডাকও রয়েছে তাঁর। আগামী বছরের শুরু পর্যন্ত বাংলাদেশকে ধরে ভারত ১০টি টেস্ট খেলবে। প্রতিটি টেস্টেই বিরাট খেলবেন বলেই ধরে নেওয়া যায়। তবে বিরাটের ফর্ম যদি এরকম চলতে থাকে, তাহলে ভারতের রক্তচাপ বাড়বেই। কারণ তাঁকে যে রানমেশিন হিসেবেই দেখা হয়।

আরও পড়ুন: এবার কি ডোপ কেলেঙ্কারি! ভিনেশ কংগ্রেসে যোগ দিতেই দাঁত-নখ বেরিয়ে পড়ল বিজেপি-র?

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

.