গুপ্তিলকে ছাপিয়ে এখন টি২০-তে 'সেকেন্ড বয়' দিলশান

আন্তর্জাতিক টি২০ ক্রিকেট কেরিয়ার সর্বাধিক রানের তালিকায় দুই নম্বরে উঠে এলেন তিলকরত্নে দিলশান। গতকাল এশিয়া কাপে মীরপুরে ভারতের বিরুদ্ধে দিলশান করেছিলেন ১৮ রান। সেই সঙ্গে কিউই ব্যাটসম্যান মার্টিন গুপ্তিল (৫৭ ম্যাচে ১৬৬৬ রান, গড় ৩৪.৭০)-কে টপকে আন্তর্জাতিক টি২০ ক্রিকেটে দ্বিতীয় স্থানে উঠে এলেন দিলশান (৭৩ ম্যাচে ১৬৭৬রান, গড় ২৭.৩০)।

Updated By: Mar 2, 2016, 08:17 PM IST
গুপ্তিলকে ছাপিয়ে এখন টি২০-তে 'সেকেন্ড বয়' দিলশান

ওয়েব ডেস্ক: আন্তর্জাতিক টি২০ ক্রিকেট কেরিয়ার সর্বাধিক রানের তালিকায় দুই নম্বরে উঠে এলেন তিলকরত্নে দিলশান। গতকাল এশিয়া কাপে মীরপুরে ভারতের বিরুদ্ধে দিলশান করেছিলেন ১৮ রান। সেই সঙ্গে কিউই ব্যাটসম্যান মার্টিন গুপ্তিল (৫৭ ম্যাচে ১৬৬৬ রান, গড় ৩৪.৭০)-কে টপকে আন্তর্জাতিক টি২০ ক্রিকেটে দ্বিতীয় স্থানে উঠে এলেন দিলশান (৭৩ ম্যাচে ১৬৭৬রান, গড় ২৭.৩০)।

প্রসঙ্গত,টি২০ ক্রিকেটে সর্বাধিক রানের মালিক ব্র্যান্ডন ম্যাকালাম (৭১ ম্যাচে ২১৪০ রান, গড় ৩৫.৬৬)। তালিকায় প্রথম দশে নেই কোনও ভারতীয়। ১২ তম স্থানে আছেন বিরাট কোহলি (৩৬ ম্যাচে ১৩২৭ রান, গড় ৫১.০৩)।

.