S Sreesanth: ছক্কা হাঁকিয়ে ব্যাট ঘুরিয়ে নাচ! মনে পড়ে শ্রীসন্থের সেই কীর্তি?

রাহুল দ্রাবিড়ের নেতৃত্বে প্রথমবার ভারত টেস্ট ম্যাচ জিতেছিল ম্য়ান্ডেলার দেশে। ইতিহাস গড়ার নেপথ্যে ছিলেন শ্রীসন্থ।

Updated By: Dec 26, 2021, 02:01 PM IST
S Sreesanth: ছক্কা হাঁকিয়ে ব্যাট ঘুরিয়ে নাচ! মনে পড়ে শ্রীসন্থের সেই কীর্তি?
এস শ্রীসন্থ

নিজস্ব প্রতিবেদন: এস শ্রীসন্থ (S Sreesanth), নিঃসন্দেহে ভারতীয় ক্রিকেটের বিতর্কিত এবং বর্ণময় চরিত্র। মাঠে স্লেজ করা থেকে কাউকে পাল্টা দেওয়া! শ্রীসন্থের এই 'ডোন্ট কেয়ার অ্যাটিটিউড' ভুলতে পারবেনা ফ্যানরা। খেলার প্রতি এই প্যাশনই শ্রীসন্থের শক্তি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের (SA VS IND) তিন ম্যাচের টেস্ট সিরিজের শুভারম্ভ ২৬ ডিসেম্বর অর্থাৎ আজ থেকে। রবিবার বক্সিং-ডে টেস্টে মুখোমুখি বিরাট কোহলি (Virat Kohli) বনাম ডিন এলগার (Dean Elgar)। 

এই আবহে মনে পড়ে যাবে ২০০৬-০৭ মরশুমে ভারতের দক্ষিণ আফ্রিকা সফরে শ্রীসন্থের কীর্তি। প্রোটিয়া পেসার আন্দ্রে নেল (Andre Nel) শ্রীসন্থকে স্লেজ করেছিলেন। তাঁর প্রত্যুক্তরে শ্রীসন্থ নেলকে ছক্কা হাঁকিয়ে ব্যাট ঘুরিয়ে মাঠেই নেচেছিলেন। সেবার ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্টের তৃতীয় দিনের ঘটনা। জোহানেসবার্গে ৬৩ নম্বর ওভারে বল করতে এসেছিলেন নেল। শ্রীসন্থ দ্বিতীয় ডেলিভারিতেই মেরেছিলেন সেই ছয়। নেল যখন ভারতের শেষ উইকেট নেওয়ার জন্য মুখিয়ে ছিলেন, তখনই শ্রীসন্থ মারেন ছয়। এর পরের ওভারেই ভিআরভি সিং ব্যাট হাতে কামাল দেখান। মাখায়া এনতিনিকে পরপর চার মেরে রান আউট হন তিনি। 

আরও পড়ুন: Virat Kohli: ম্যান্ডেলার দেশে সোবার্সকে টপকে বিরাট রেকর্ডের সামনে কোহলি

ওয়ান্ডারার্সে এই টেস্টে ভারত জিতেছিল ১২৩ রানে। দ্রাবিড়ের নেতৃত্বে প্রথমবার ভারত টেস্ট ম্যাচ জিতেছিল ম্য়ান্ডেলার দেশে। ভারতের প্রথম ইনিংসের ২৪৯ রানের জবাবে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস গুটিয়ে যায় ৮৪ রানে। এরপর দ্বিতীয় ইনিংসে ভারত ২৩৬ রান করেছিল। জয়ের জন্য ৪০২ রানের টার্গেট মাথায় নিয়ে প্রোটিয়া বাহিনী থামে ২৭৮ রানে। শ্রীসন্থ শুধু নেচেই লাইমলাইটে আসেননি। দুই ইনিংস মিলিয়ে ৮ উইকেট নিয়ে হন ম্যাচের সেরাও। যদিও এর পরের দুই টেস্টে গ্রেম স্মিথের দল ভারতকে হারিয়ে সিরিজ ২-১ জিতে নেয়।

Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App

.