অলিম্পিক্স ব্রোঞ্জের লক্ষ্যে কোর্টে PV Sindhu, কখন আর কোথায় দেখা যাবে ম্যাচ?

সোনা-রুপো নাই বা হলো এবার! অন্তত ব্রোঞ্জ পাক সিন্ধু। এমনটাই চাইছেন সকলে।  

Updated By: Aug 1, 2021, 12:13 PM IST
অলিম্পিক্স ব্রোঞ্জের লক্ষ্যে কোর্টে  PV Sindhu, কখন আর কোথায় দেখা যাবে ম্যাচ?

নিজস্ব প্রতিবেদন: গতবার (Rio Olympics 2016) অলিম্পিক্সে রুপো পেয়েছিলেন পিভি সিন্ধু (PV Sindhu)। টোকিও অলিম্পিক্সে (Tokyo Olympics 2020) গোটা দেশের চোখ ছিল ভারতের ব্যাডমিন্টন মহাতারকার দিকে। যে দুরন্ত ফর্মে ছিলেন সিন্ধু, অনেকেই মনে করেছিলেন যে, তিনি এবার সোনা জিততে চলেছেন।  

সকলকে নিরাশ করে গত শনিবারই সেমিফাইনালে বিশ্বের এক নম্বর খেলোয়াড় তাই জু ইংয়ের কাছে হেরে যান পি ভি সিন্ধু। ফলে সোনা বা রুপো জেতার সম্ভাবনা সিন্ধুর আর থাকল না। তবে ব্রোঞ্জ পদক জিততেই পারেন তিনি। রবিবাসরীয় সন্ধ্যায় চিনের হি বিংজিয়াওয়ের বিরুদ্ধে নামছেন সিন্ধু।

আরও পড়ুন: Tokyo 2020: ব্যাডমিন্টন সেমিফাইনালে PV Sindhu-র হার, কাল লড়বেন ব্রোঞ্জের জন্য

সিন্ধু এদিন পদক জিততে পারলে অনন্য ইতিহাস লিখবেন অলিম্পিক্সে। কুস্তিগীর সুশীল কুমারের পর দ্বিতীয় ভারতীয় হিসাবে ব্যক্তিগত দক্ষতায় জোড়া অলিম্পিক্স পদক জয়ের নজির গড়বেন। বিশ্বের ৭ নম্বর সিন্ধু বনাম বিশ্বের ৯ নম্বর বিংজিয়াওয়ের লড়াইয়ে দিকে তাকিয়ে এখন সবাই। সোনা-রুপো না হোক অন্তত ব্রোঞ্জ পাক সিন্ধু। এমনটাই চাইছেন সকলে।

আরও পড়ুন: Tokyo 2020: রক্তাক্ত হয়েও রিংয়ে লড়লেন Satish Kumar, হারলেন বিশ্বের এক নম্বরের কাছে

পিভি সিন্ধু বনাম হি বিংজিয়াও ব্রোঞ্জ পদকের ম্যাচ কবে?
পিভি সিন্ধু বনাম হি বিংজিয়াও ম্যাচ ১ অগাস্ট, রবিবার অর্থাৎ আজ।

পিভি সিন্ধু বনাম হি বিংজিয়াও ব্রোঞ্জ পদকের ম্যাচ কোথায় হবে?
পিভি সিন্ধু বনাম হি বিংজিয়াও ব্রোঞ্জ পদকের ম্যাচ হবে টোকিওর মুশাশিনো ফরেস্ট স্পোর্টস প্লাজায় অনুষ্ঠিত হবে।

পিভি সিন্ধু বনাম হি বিংজিয়াও ব্রোঞ্জ পদকের ম্যাচ কখন হবে?
পিভি সিন্ধু বনাম হি বিংজিয়াও ব্রোঞ্জ পদকের ম্যাচ ভারতীয় সময় বিকেল ৫টা থেকে শুরু।

টিভি-তে পিভি সিন্ধু বনাম হি বিংজিয়াও ব্রোঞ্জ পদকের ম্যাচ কোথায় দেখানো হবে?
পিভি সিন্ধু বনাম হি বিংজিয়াও ব্রোঞ্জ পদকের ম্যাচ দূরদর্শন, সোনি নেটওয়ার্কের একাধিক চ্যানেল দেখা যাবে।

অনলাইনে পিভি সিন্ধু বনাম হি বিংজিয়াও ব্রোঞ্জ পদকের ম্যাচ কোথায় দেখা যাবে?
অনলাইনে সোনিলিভ অ্যাপ ও জিও টিভি-তে দেখা যাবে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.