WT20, India vs Pakistan: জেনে নিন কখন ও কোথায় কীভাবে দেখবেন ইন্দো-পাক মহারণ

প্রতিবেদনে দেখে নিন কখন আর কোথায় কীভাবে দেখবেন ভারত-পাক ম্যাচ।

Updated By: Oct 24, 2021, 04:29 PM IST
WT20, India vs Pakistan: জেনে নিন কখন ও কোথায় কীভাবে দেখবেন ইন্দো-পাক মহারণ
ভারত-পাকিস্তান

নিজস্ব প্রতিবেদন: বহু প্রতীক্ষিত মাহেন্দ্রক্ষণ এসে উপস্থিত। রবিবাসরীয় মহারণে মুখোমুখি ভারত-পাকিস্তান (India vs Pakistan)। রীতিমতো তেতে উঠছে মঞ্চ। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে পরিণত হতে চলেছে রণাঙ্গনে। বিরাট কোহলি (Virat Kohli) বনাম বাবর আজমের (Babar Azam) ডুয়েলের দিকে তাকিয়ে গোটা ক্রিকেট দুনিয়া। দুই দেশের ফ্যানেদের মধ্যে এই ম্যাচ ঘিরে আবেগ অন্য পর্যায়ে। এই প্রতিবেদনে দেখে নিন কখন আর কোথায় দেখবেন ভারত-পাক ম্যাচ।

আরও পড়ুন: WT20, India vs Pakistan: 'বাবর ঘাবড়ে যেও না!' ম্যাচের আগে পরামর্শ আখতারের

টি-২০ বিশ্বকাপে 'সুপার টুয়েলভ'-এ ভারত-পাকিস্তান ম্যাচ (ICC T20 World Cup 2021 India vs Pakistan Super 12 place) কবে?

২৪ অক্টোবর (রবিবার) অর্থাৎ আজ টি-২০ বিশ্বকাপে 'সুপার টুয়েলভ'-এ ভারত-পাকিস্তান (ICC T20 World Cup 2021 India vs Pakistan Super 12 place) ম্যাচ।

টি-২০ বিশ্বকাপে 'সুপার টুয়েলভ'-এ ভারত-পাকিস্তান ম্যাচ (ICC T20 World Cup 2021 India vs Pakistan Super 12 place) কোথায় হবে?

টি-২০ বিশ্বকাপে 'সুপার টুয়েলভ'-এ ভারত-পাকিস্তান (ICC T20 World Cup 2021 India vs Pakistan Super 12 place) ম্যাচ হবে সংযুক্ত আরব আমিরশাহিতে। খেলা হবে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে।

টি-২০ বিশ্বকাপে 'সুপার টুয়েলভ'-এ ভারত-পাকিস্তান ম্যাচ (ICC T20 World Cup 2021 India vs Pakistan Super 12 place) কখন হবে?

টি-২০ বিশ্বকাপে 'সুপার টুয়েলভ'-এ ভারত-পাকিস্তান ম্যাচ (ICC T20 World Cup 2021 India vs Pakistan Super 12 place) হবে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে (ভারতীয় সময়)। প্রথামাফিক ভাবেই টস ৩০ মিনিট আগে।

টি-২০ বিশ্বকাপে 'সুপার টুয়েলভ'-এ ভারত-পাকিস্তান ম্যাচ (ICC T20 World Cup 2021 India vs Pakistan Super 12 place) টিভি-তে কোন চ্যানেলে দেখা যাবে?

টি-২০ বিশ্বকাপে 'সুপার টুয়েলভ'-এ ভারত-পাকিস্তান ম্যাচ (ICC T20 World Cup 2021 India vs Pakistan Super 12 place) দেখা যাবে স্টার স্পোর্টস ওয়ান (Star Sports 1), স্টার স্পোর্টস ওয়ান এইচডি (Star Sports 1 HD), স্টার স্পোর্টস থ্রি (Star Sports 3), স্টার স্পোর্টস থ্রি এইচডি (Star Sports 3 HD) ও ডিডি স্পোর্টসে (DD Sports)

টি-২০ বিশ্বকাপে 'সুপার টুয়েলভ'-এ ভারত-পাকিস্তান ম্যাচ (ICC T20 World Cup 2021 India vs Pakistan Super 12 place) অনলাইনে কোথায় দেখা যাবে?

টি-২০ বিশ্বকাপে 'সুপার টুয়েলভ'-এ ভারত-পাকিস্তান ম্যাচ (ICC T20 World Cup 2021 India vs Pakistan Super 12 place) অনলাইনে দেখা যাবে হটস্টার অ্যাপে (Disney+ Hotstar) ও ওয়েবসাইটে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.