অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ইডেনে ঐতিহাসিক টেস্ট জয়ের স্মৃতিচারণায় সৌরভ

২০০১ সালে ঘরের মাঠে স্টিভ ওয়ার অশ্বমেধের ঘোড়া থামিয়ে দিয়েছিলেন সৌরভ গাঙ্গুলির নেতৃত্বাধীন ভারতীয় দল। টানা ১৬টা টেস্ট ম্যাচ জিতে ইডেনে খেলতে নেমেছিল অস্ট্রেলিয়া।

Updated By: Apr 15, 2020, 01:45 PM IST
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ইডেনে ঐতিহাসিক টেস্ট জয়ের স্মৃতিচারণায় সৌরভ

নিজস্ব প্রতিবেদন:  এ যেন লকডাউনে স্মৃতি রোমন্থন। সেলিব্রিটি থেকে সাধারণ মানুষ ঘরবন্দি অবস্থায় প্রত্যেকেই নিজের মতো করে সময় কাটানোর চেষ্টা করছেন। বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি স্মৃতির পথ ধরে হেঁটে ফিরে গেলেন ২০০১ সালে। ইডেন গার্ডেন্সে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক টেস্ট জয়ের পর সেদিন ড্রেসিংরুমে কী হয়েছিল? সেই উচ্ছ্বাসের ভিডিয়োটি শেয়ার করে সৌরভ আজ এটাই লিখলেন....

২০০১ সালে ঘরের মাঠে স্টিভ ওয়ার অশ্বমেধের ঘোড়া থামিয়ে দিয়েছিলেন সৌরভ গাঙ্গুলির নেতৃত্বাধীন ভারতীয় দল। টানা ১৬টা টেস্ট ম্যাচ জিতে ইডেনে খেলতে নেমেছিল অস্ট্রেলিয়া। ভারতকে ফলো অন করিয়েও টেস্ট বাঁচাতে পারেনি সেই দিন অজিরা। প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ৪৪৫ রান তোলে। স্টিভ ওয়া দুরন্ত সেঞ্চুরি করেন। মাত্র ১৭১ রানে শেষ হয়ে যায় ভারতের প্রথম ইনিংস। এরপর ভারতকে ফলো অন করতে পাঠান স্টিভ ওয়া। ২৩২ রানে চার উইকেট হারিয়ে দ্বিতীয় ইনিংসে ভারতকে টেনে তোলে ভিভিএস লক্ষ্মণ (২৮১) এবং রাহুল দ্রাবিড়ের(১৮০) সেই অমর পার্টনারশিপ। ৭ উইকেটে ৬৫৭ রান তুলে ভারত ডিক্লেয়ার করে দেয়।

শেষ দিনে ৩৮৪ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে হরভজন সিংয়ের ভেলকির সামনে মাত্র ২১২ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস। ১৭১ রানে টেস্ট জিতে নেয় সৌরভের ভারত। ক্রিকেট ইতিহাসে তৃতীয় দল হিসেবে ফলো অন করার পরেও টেস্ট জয়ের নজির গড়ে সেদিন ভারত।

তারপর ইডেন গার্ডেন্সের ড্রেসিংরুমে চলে সেলিব্রেশন। সেই ভিডিয়ো টুইটারে পোস্ট হওয়ার পর আর চুপ করে বসে থাকতে পারেননি সেদিনের ভারত অধিনায়ক আজকের বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। লিখলেন... হোয়াট আ উইন , অর্থাত্, কী দারুন জয়... মুহূর্তে নস্টালজিয়ায় ডুব দিলেন মহারাজ।

আরও পড়ুন -  ধোনিকে সর্বকালের সেরা ফিনিশার বললেন হাসি

 

.