লজ্জার রেকর্ড বাংলাদেশের!
টেস্টে বাংলাদেশের সর্বনিম্ন স্কোর
নিজস্ব প্রতিবেদন : উইকেটে ঘাস। সঙ্গে আর্দ্রতা। আকাশ মেঘলা। খেলা শুরুর আগে হয়ে গেছে বৃষ্টি। বাইশ গজে বোলারদের স্বর্গরাজ্য। তাই ব্যাটসম্যানদের কাছে ছিল বড় চ্যালেঞ্জ। সেখানেই তাসের ঘরের মতো ভেঙে পড়ল বাংলাদেশ। টেস্টের প্রথম সকালে লাঞ্চের আগেই বাংলাদেশ গুটিয়ে গেল মাত্র ৪৩ রানে।
আরও পড়ুন - টি-টোয়েন্টিতে এই রেকর্ডটি গড়লেন বিরাট কোহলি!
অ্যান্টিগায় টস জিতে বাংলাদেশকে ব্যাট করতে পাঠান ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার। কেমার রোচ, আর মিগেল কামিন্সের বিধ্বংসী পেসে নাস্তানাবুদ টাইগাররা। ৪৩ রানেই গুটিয়ে গেল তারা। একমাত্র লড়াই করলেন ওপেনার লিটন দাস।২৫ রান করেন তিনি। তিনিই বাংলাদেশের একমাত্র ব্যাটসম্যান যিনি দুই অঙ্কের রান করেছেন। চার জন করেছেন শূন্য। রোচ নিয়েছেন ৫টি উইকেট আর কামিন্সের ঝুলিতে ৩টি উইকেট। বাংলাদেশের ইনিংস উইকেটে টিকে থাকল মাত্র ১৮.৪ ওভার।
Inning break, Day 1. #BANvWI
To watch Bangladesh tour of West Indies LIVE, Download the app from the links below and hit the LIVE Button.
Android: https://t.co/gRrE3kJgYc
iOS: https://t.co/FfYlStljof pic.twitter.com/Ywr8QLiNig— Bangladesh Cricket (@BCBtigers) July 4, 2018
২০০৭ সাল কলম্বোতে শ্রীলঙ্কার বিরুদ্ধে মাত্র ৬২ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। এতদিন এটাই ছিল টেস্টে টাইগারদের সর্বনিম্ন স্কোর। এবার সেটাকেও পেছনে ফেলে দিল সাকিবের দল। টেস্টে সর্বনিম্ন রানের রেকর্ড নিউজিল্যান্ডের। ১৯৫৫ সালে অকল্যান্ডে ইংল্যান্ডের বিরুদ্ধে ২৬ রানে অল আউট হয়ে যায় কিউইরা। তবে টেস্টে বাংলাদেশের সর্বনিম্ন স্কোর ৪৩। সবমিলিয়ে টেস্টের ইতিহাসে এটি দশম সর্বনিম্ন স্কোর।