WATCH | Wayne Rooney Free-kick: বছরের সেরা গোল হয়ে গেল! Man Utd কিংবদন্তির ফের কামাল, সব ছেড়ে এখনই দেখুন ভিডিয়ো

Wayne Rooney Free-kick: ওয়েন রুনির ফ্রি-কিকে নেশার মতো বুঁদ হয়ে গিয়েছে ফুটবলমহল! কেউ বিশ্বাস করতে পারছেন না যে, রুনি এখন প্রাক্তন, বর্তমান নন!   

Updated By: Sep 8, 2024, 07:47 PM IST
WATCH | Wayne Rooney Free-kick:  বছরের সেরা গোল হয়ে গেল! Man Utd কিংবদন্তির ফের কামাল, সব ছেড়ে এখনই দেখুন ভিডিয়ো
রুনি চমকে দিলেন ফ্রি-কিকে!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ম্য়াঞ্চেস্টার ইউনাইটেড ফাউন্ডেশনের জন্য় চ্য়ারিটি ম্য়াচ হয়ে গেল। গত শনিবার ওল্ড ট্র্য়াফোর্ডে মুখোমুখি হয়েছিল ম্য়াঞ্চেস্টার ইউনাইটেড লেজেন্ডস বনাম সেলটিক (Manchester United Legends vs Celtic)। নির্ধারিত সময়ে পর্যন্ত এই খেলার ফল ১-১ থাকায়, ফয়সলা হয়েছিল পেনাল্টি শ্য়ুটআউটে। সেখানে সেলটিক ৫-৪ জিতে নেয় ম্য়াচ। ম্য়াঞ্চেস্টারের কিংবদন্তির মধ্য়ে মাঠে ছিলেন ওয়েন রুনি (Wayne Rooney), পল স্কোলস (Paul Scholes) ও দিমিটার বের্বাতোভ (Dimitar Berbatov)। তবে সব আলো কেড়ে নিলেন ম্য়ান ইউ (Man Utd) মহাতারকা রুনি। 

আরও পড়ুন: ১৪৭ বছরে এই প্রথম! ডন-সচিন-লারাও পারেননি, এবার করে দেখালেন এই ক্রিকেটার

২০২১ সালে শেষবার পেশাদার ফুটবল খেলা রুনি ৪২ মিনিটে একটি ফ্রি-কিক নিয়েছিলেন। আর সেই শটে অসাধারণ গোলও করলেন, যা দেখে নেটপাড়া থ হয়ে গিয়েছে। রুনির ফ্রি-কিকে গোল দেখে মনে হচ্ছে যেন, ইংল্য়ান্ড কিংবদন্তি এখনও নিয়মিত খেলেন ম্য়ান ইউয়ের হয়ে। কে বলবে তাঁর বয়স ৩৮ বছর! নেটপাড়ায় অনেকেই বলাবলি শুরু করেছেন যে, তাঁরা সম্ভবত বছরের সেরা ফ্রি-কিক গোল দেখে ফেললেন। প্লাইমাউথের অধুনা ম্য়ানেজার রুনি। খেলার পর বললেন, 'সত্য়ি বলতে এতদিন পর মাঠে নামার কথা ভেবে একটু ভয়ই পেয়েছিলাম। দারুণ লাগে সতীর্থদের ফিরে পেয়ে। যাদের সঙ্গে কখনও খেলিনি, তাদের সঙ্গেও খেললাম, এটাও প্রাপ্তি।'

২০০২ সালে রুনির সিনিয়র কেরিয়ার শুরু হয় এভারটনে। এরপর সেখানে দুই বছর কাটিয়ে তিনি চলে আসেন ম্য়ান-ইউ-তে। এক-দুই বছর নয়, রুনি টানা ১৩ বছর খেলেছেন লাল জার্সিতে। ২৫৩ গোল করেছেন ওল্ড ট্র্য়াফোর্ডের ক্লাবের হয়ে। আজ পর্যন্ত ম্য়ান ইউয়ের কোনও ফুটবলার সেই ক্লাবের হয়ে এত গোল করতে পারেননি। রুনি এখন ফুটবল ম্য়ানেজার হিসেবেই কাজ করছেন। তবে ম্য়ান ইউয়ের ইতিহাসে লেখা থাকবে তাঁর নাম। বলা যেতে পারে ম্য়ান ইউ-য়ের জার্সিতে ফিরেই ছাপ রাখলেন রুনি।

আরও পড়ুন: নিয়মরক্ষার ম্যাচেও হারল মোহনবাগান! খাতা খুলে ফেলল লিগের 'লাস্ট বয়'

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.