বয়স বাড়লেও এতটুকুও মরচে পড়েনি, দুরন্ত ক্যাচ কাইফের, ফিরে এল সোনালি অতীত

সোশ্যাল মিডিয়ায় কাইফের ক্যাচকে কুর্নিশ জানাচ্ছেন নেটিজেনরা।

Updated By: Mar 11, 2020, 05:10 PM IST
বয়স বাড়লেও এতটুকুও মরচে পড়েনি, দুরন্ত ক্যাচ কাইফের, ফিরে এল সোনালি অতীত

নিজস্ব প্রতিবেদন: বয়স বাড়লেও রিফ্লেক্সে এতটুকু মরচে পড়েনি। ফিটনেস সেই একই রকম রয়ে গিয়েছে। মঙ্গলবার রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে শ্রীলঙ্কা লেজেন্ডসের বিরুদ্ধে দুরন্ত ক্যাচ ধরে তাক লাগিয়ে দিয়েছেন ইন্ডিয়া লেজেন্ডসের মহম্মদ কাইফ। আর কাইফের ক্যাচ ঘিরে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে জোর চর্চা। মঙ্গলবার ডিওয়াই পাটিল স্পোর্টস অ্যাকাডেমিতে সোনালি দিনের স্মৃতি ফিরিয়ে আনলেন কাইফ।

ম্যাচের অষ্টম ওভারে মুনাফ প্যাটেলের ওভারে শর্ট বলে তিলকরত্নে দিলশান পুল করে মারেন বল ব্যাটের কানায় লেগে বাউন্ডারি লাইনে চলে যায়। দৌড়ে এসে দুরন্ত ক্যাচ ধরেন মহম্মদ কাইফ।

জাতীয় দলের হয়ে কাইফ যখন খেলতেন তখন ভারতীয় দলের অন্যতম সেরা ফিল্ডার ছিলেন মহম্মদ কাইফ। নিজের সেরা সময় অনেক পিছনে ফেলে এলেও বুড়ো হাড়ে এখনও ভেলকি দেখাচ্ছেন কাইফ। আর তাই সোশ্যাল মিডিয়ায় কাইফের ক্যাচকে কুর্নিশ জানাচ্ছেন নেটিজেনরা।

আরও পড়ুন - সচিন, সেহবাগ, যুবরাজ ব্যর্থ! ঝোড়ো ইনিংস খেলে ভারতীয় দলকে জেতালেন ইরফান পাঠান

.