Cristiano Ronaldo: তলানিতে থাকা আল বাতিনের বিরুদ্ধে অবিশ্বাস্য জয়! তবুও কেন রাগলেন রোনাল্ডো
ম্যাচের নির্ধারিত সময়ে এক গোলে পিছিয়ে ছিল আল নাসের। কিন্তু অতিরিক্ত সময়ে পরপর তিন গোল করে রুদ্ধশ্বাস ম্যাচ জিতে যায় রোনাল্ডোর দল। যদিও তিনি গোল পাননি রোনাল্ডো।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের একবার লিওনেল মেসি (Lionel Messi) ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে (Cristiano Ronaldo) নিয়ে তুলনা শুরু হয়ে গেল। বরাবরের মতো এবারও এল এম টেন-এর (LM 10) সঙ্গে তাঁর তুলনা হওয়ার জন্য বেজায় চটলেন সি আর সেভেন (CR 7)। আল নাসের (Al Nassar FC) ও আল বাতিনের (Al Batin FC) মধ্যে ম্যাচটি শেষ হওয়ার পর ঘটনাটি ঘটেছে। ম্যাচ শেষ হওয়ার টানেল দিয়ে সাজঘরে যাওয়ার সময় একটি বাচ্চা রোনাল্ডোর দিকে তাকিয়ে তাঁকে কটাক্ষ করে। আর সেটা শুনেই মেজাজ হারান পর্তুগালের (Portugal) মহাতারকা। সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে।
'মেসি আপনার থেকে অনেক ভাল ফুটবলার।' ম্যাচ শেষ হওয়ার টানেল দিয়ে সাজঘরে যাওয়ার সময় রোনাল্ডোকে দেখে চিৎকার করে এই কথা বলে এক খুদে দর্শক। কারণ তলানিতে থাকা আল বাতিনের বিরুদ্ধে অবিশ্বাস্য জয় পেলেও, আল নাসেরের অধিনায়ক কিন্তু নিজের নামের প্রতি একেবারেই সুবিচার করতে পারেননি। আর তাই তাঁকে ঘিরে সমালোচনা চলছেই।
— Dream (@ParisianDream__) March 4, 2023
আরও পড়ুন: Virat Kohli, BGT 2023: খরা মিটিয়ে বিরাটের ব্যাট থেকে বড় রান আসবেই, দাবি করলেন পন্টিং
ম্যাচের নির্ধারিত সময়ে এক গোলে পিছিয়ে ছিল আল নাসের। কিন্তু অতিরিক্ত সময়ে পরপর তিন গোল করে রুদ্ধশ্বাস ম্যাচ জিতে যায় রোনাল্ডোর দল। যদিও তিনি গোল পাননি রোনাল্ডো। এরপরেই টানেলে এক ভক্ত সাফ বলে দেন, “মেসি তোমার থেকে অনেক ভাল ফুটবলার।” প্রথমে ওই ভক্তকে এড়িয়ে যান রোনাল্ডো। পরে অবশ্য পালটা চিৎকার করে বলেন, “ওর ম্যাচটা অনেক সহজ ছিল।” এমন আচরণের পর নেটিজেনদের সমালোচনার মুখে পড়েছেন তিনি।
কেরিয়ারের শুরু থেকেই বরাবর মেসি ও রোনাল্ডোর মধ্যে তুলনা করেছেন ফুটবল বিশেষজ্ঞ থেকে আমজনতা। দু’জনের মধ্যে কে সেরা, তা নিয়ে তর্ক চলেছে দীর্ঘদিন। তবে অধিকাংশের মতে, ২০২২ সালে বিশ্বকাপ জিতে এই তর্কের অবসান ঘটিয়েছেন মেসি। ২০২২ সালের ফিফার সেরা খেলোয়াড়ের পুরস্কারও উঠেছে তাঁর হাতে। ক্লাব ফুটবলে পিএসজির হয়েও পরপর ম্যাচে গোল আসছে তাঁর বুট থেকে।
অন্যদিকে, বিশ্বকাপে বেশ কয়েকটি ম্যাচে প্রথম একাদশে সুযোগই পাননি রোনাল্ডো। বিতর্ককে সঙ্গী করে বিশ্বকাপের আগে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়েছিলেন। এরপর রেকর্ড অর্থে সৌদি আরবের ক্লাব আল নাসেরে যোগ দিলেও একাধিকবার কটাক্ষের মুখে পড়েছেন। রোনাল্ডো মাঠে নামতেই মেসির নামে জয়ধ্বনি তুলেছেন স্টেডিয়ামের দর্শকরা।