Watch, Sachin Tendulkar: মাঠে তাণ্ডব করছেন সচিন! 'ভগবান'-এর লীলাখেলায় হতবাক ভক্তবৃন্দ

সচিনের শট দেখে কেউ বলছেন 'আমরা কি ১৯৯৮ সালে' বাস করছি! কারোর মতে আবার 'রাজা অস্থায়ী, তবে ভগবান বিরাজমান সর্বদা'! গত বৃহস্পতিবার সচিনের ইন্ডিয়া লেজেন্ডস মুখোমুখি হয়েছিল ইয়ান বেলের ইংল্যান্ড লেজেন্ডসের বিরুদ্ধে। 

Updated By: Sep 23, 2022, 06:37 PM IST
Watch, Sachin Tendulkar: মাঠে তাণ্ডব করছেন সচিন! 'ভগবান'-এর লীলাখেলায় হতবাক ভক্তবৃন্দ
সচিনের তাণ্ডব দেখে হতবাক ফ্যানরা

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: সাল ২০১৩, নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ (১৪-১৬), ভেন্যু- ওয়াংখেড়ে স্টেডিয়াম। জীবনের ফেয়ারওয়েল তথা ২০০ তম টেস্ট খেলেছিলেন সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। ঘরের মাঠে শেষবার দেশের জার্সিতে খেলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সন্ন্যাস নেন তিনি। কাট টু ২০২২। সচিন দাপটের সঙ্গে শাসন করছেন বাইশ গজ। প্রতিপক্ষের বোলারদের অবলীলায় পিটিয়ে ছাতু করে দিচ্ছেন। বোলাররা বুঝতেই পারছেন না ৪৯ বছরের ৫ ফুট ৫ ইঞ্চির 'ক্রিকেট ঈশ্বর'কে কোথায় বল করবেন! কখনও মারছেন ড্রাইভ, কখনও করছেন কাট! আবার কখনও স্টেপ-আউট করে বল পাঠাচ্ছেন গ্যালারিতে! 'ভগবান'-এর ভয়ংকর লীলায় হতবাক ভক্তরা। যেন নয়ের দশকের বিশ্ব কাঁপানো ব্যাটিং ত্রাস ফের ফিরে এসেছে। শুধু বেড়েছে সচিনের বয়সটাই। সচিনের পাগল করা ব্যাটিং দেখে সোশ্যাল মিডিয়া কেঁপে গিয়েছে। কী খেলাই না খেলেছেন 'মাস্টার'। এসবেরই সাক্ষী থাকছে চলছি রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ (Road Safety World Series)। 

সচিনের শট দেখে কেউ বলছেন 'আমরা কি ১৯৯৮ সালে' বাস করছি! কারোর মতে আবার 'রাজা অস্থায়ী, তবে ভগবান বিরাজমান সর্বদা'! গত বৃহস্পতিবার সচিনের ইন্ডিয়া লেজেন্ডস মুখোমুখি হয়েছিল ইয়ান বেলের ইংল্যান্ড লেজেন্ডসের বিরুদ্ধে। দেরাদুনের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়াম দেখল সচিনের আগুনে ব্যাটিং। ২০-র বদলে বৃষ্টির জন্য ১৫ ওভারের ম্যাচ হয়েছিল গতকাল। নমন ওঝার সঙ্গে ওপেন করতে নেমে সচিন ২০ বলে ৪০ রানের ইনিংস খেলেন। ৩টি চার ও ৩টি ছয়ে সাজানো ইনিংসে ব্যাট করেছেন ২০০-র স্ট্রাইকরেটে। সচিন ক্রিস ট্রেমলেটের এক ওভারে তাঁকে ছিঁড়ে খেয়েছেন। পরপর জোড়া ছক্কা হাঁকানোর পর মেরেছেন চার। যা দেখে অনেক ভক্তই মনে করছেন, আসন্ন টি-২০ বিশ্বকাপের দলে অনায়াসে থাকতে পারেন সচিন। ট্রেমলেটকে মারা দ্বিতীয় ছক্কাটি এখন সোশ্যালে ভাইরাল। একেবারে ডান্সিং ডাউন দ্য ট্র্যাকেই আসে তাঁর ছয়। সচিনের দল এই ম্যাচ জেতে ৪০ রানে। এর আগে দিন পাঁচেক আগে সচিন নিউজিল্যান্ড লেজেন্ডসের বিরুদ্ধেও দেখিয়েছিলেন যে, তিনি এখনও কী কী করতে পারেন! সচিন বুঝিয়ে দিচ্ছেন যে, কেন তিনি ভিন গ্রহের ক্রিকেটার। দেশের জার্সিতে নয় বছর আগে খেলা ছাড়ার পরেও এরকম খেলা দেখা যায়।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.