Wasim Akram On Virat Kohli vs Sunil Gavaskar: 'একদম ঠিক হয়নি বলা', বিরাট-গাভাসকরের তুঙ্গে ঝামেলা, নাক গলালেন 'নারদ' আক্রম!

Wasim Akram On Virat Kohli vs Sunil Gavaskar: বিরাট কোহলি বনাম সুনীল গাভাসকর ইস্য়ুতে এবার মুখ খুললেন ওয়াসিম আক্রম। সাফ বলে দিলেন যা বলার।

Updated By: May 7, 2024, 04:18 PM IST
Wasim Akram On Virat Kohli vs Sunil Gavaskar: 'একদম ঠিক হয়নি বলা', বিরাট-গাভাসকরের তুঙ্গে ঝামেলা, নাক গলালেন 'নারদ' আক্রম!
আক্রম এবার ঢুকে পড়লেন

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: চলতি আইপিএলে অরেঞ্জ ক্য়াপ বিরাট কোহলির (Virat Kohli) মাথায়। খেলেছেন ১১ ম্য়াচ। করেছেন ৫৪২ রান। গড় ৬৭.৭৫। স্ট্রাইক রেট ১৪৮.০৮। আর এই আইপিএলেই কোহলি যুগ্ম ভাবে মন্থরতম সেঞ্চুরির ইতিহাসে নাম লিখিয়েছেন। বারবার কথা হয়েছে তাঁর স্ট্রাইক রেট নিয়ে। কারণ তিনি ওপেন করতে নেমেও যে স্ট্রাইক রেটে ব্য়াট করছেন, তা কুড়ি ওভারের ক্রিকেটে মানানসই নয়। যার ফলে একাধিক প্রাক্তন ক্রিকেটার ও ধারাভাষ্যকার কোহলিকে তোপ দেগেছেন। কোহলি তার পাল্টা দিয়েছেন। এই নিয়ে বড় কথা বলেছেন স্বয়ং সুনীল গাভাসকরও (Sunil Gavaskar)। এরপর থেকেই চলছে বিরাট বনাম সুনীল এপিসোড (Virat Kohli vs Sunil Gavaskar)। এবার ঢুকে পড়লেন কিংবদন্তি পাক পেসার ও ধারাভাষ্য়কার ওয়াসিম আক্রম। তিনি এই ইস্য়ুতে মুখ খুলেছেন এক স্পোর্টস ওয়েবসাইটে। এবার ক্রোনোলজি ধরে সকলের বক্তব্য় তুলে ধরা হল এই প্রতিবেদনে।

আরও পড়ুন: WATCH | Rohit Sharma: আবার অঝোরে কাঁদলেন ভারত অধিনায়ক! 'মুম্বইয়ের রাজা'কে দেখে চোখে জল তাঁদেরও...

সমালোচনায় বিদ্ধ বিরাট বলেছিলেন: 'সত্য়ি বলতে এসব নিয়ে আমি ভাবিত নই। আমার মনে হয়, যারা এই স্ট্রাইক রেট নিয়ে কথা বলছে বা আমি স্পিনের বিরুদ্ধে খেলতে পারছি না বলছে, তারা এসব পরিসংখ্য়ান নিয়ে কথা বলতেই ভালোবাসে। আমার কাছে দলের জন্য় ম্য়াচ জেতাই শেষ কথা। আর ঠিক এই কারণেই ১৫ বছর ধরে প্রতিদিন কাজটা করে আসছি। দলের জন্য় আমরা জিতি। আমি নিশ্চিত নই যে, যারা বক্সে বসে খেলা নিয়ে কথা বলছে তারা আমার পরিস্থিতিতে এসেছে কিনা! আমার কাজটা করে যাওয়াই আমার লক্ষ্য়। মানুষ খেলা নিয়ে নিজেদের ধারণা এবং অনুমান সম্পর্কে কথা বলতেই পারে। তবে যারা প্রতিদিন এই কাজ করে এসেছে, তারাই জানে যে কত ধানে কত চাল! যা চলছে এসব আমার কাছে স্মৃতির মতো।' 

এরপর গাভাসকরের প্রতিক্রিয়া: 'ধারভাষ্য়কাররা তখনই প্রশ্ন তুলেছে যখন ওর স্ট্রাইক রেট ১১৮ ছিল। আমি খুব বেশি ম্য়াচ দেখি না। আমি বলতে পারব না বাকি ধারাভাষ্য়কাররা কী বলেছেন। ওপেন করতে নেমে ১১৮-র স্ট্রাইক রেটে ব্য়াট করে ১৪ বা ১৫ নম্বর ওভারে আউট হলে কিন্তু কথা হবেই। এর জন্য় যদি প্রশংসিত হতে চায়, তাহলে অন্য় প্রসঙ্গ।আমি আশা করি স্টার স্পোর্টস জানে যে, কখন সেই ক্লিপ দেখানো হয়েছে। ও সমালোচকদের নিয়ে প্রশ্ন করছে। আর সমালোচকরাই আমাদের ধারাভাষ্যকার। আপনারা নিজেদের ধারাভাষ্যকারদের ছোট করে দেখাচ্ছে, আমি নিশ্চিত নই যে এটি একটি দুর্দান্ত জিনিস কিনা! আপনাকে বুঝতে হবে যে আপনি এটি যথেষ্ট বার দেখিয়েছেন, সবাই যা বার্তা পাওয়ার পেয়েছে। আপনি যদি আরও একবারও দেখান তাহলে আমি খুবই হতাশ হব।'

এবার আক্রম বললেন: 'দেখুন দু'জনেই গ্রেট। সানি ভাই ক্রিকেটার ও মানুষ হিসেবে দারুণ। আমি ওকে মাঠের বাইরেও চিনি। ধারাভাষ্য়কার হিসেবে সম্ভবত দুই বা আড়াই দশক ধরে অসাধারণ কাজ করছেন। এবার গ্রেট ম্য়ান বিরাট কোহলির প্রসঙ্গে আসি। টপ প্লেয়ার। আধুনিক প্রজন্মের গ্রেট। ইতিহাসের সর্বকালের সেরাদের মধ্য়েই ও। ওর পারফরম্য়ান্স সেটাই বলছে। তবে আমার মনে হয় বিরাটের এটা বলা ঠিক হয়নি। ওটা ধারাভাষ্য়কারদের কাজ। বিরাট যদি কয়েক'টি ম্য়াচে মন্থর ব্য়াটিং করে থাকে এবং গাভাসকর সেটা নিয়ে বললেও, বিরাটের ব্য়াপারটা ভুলে যাওয়া উচিত। বিরাট ওরকম মানুষই নয়, দু'জনেই গর্বিত ভারতীয়। হতেই পারে। আমার মনে হয় ব্য়ক্তিগত ভাবে কেউ গায়ে কথা মাখবে না। এখান থেকে তারা বেরিয়েও আসবে। আমি এখনই বলে দিচ্ছি আপনাদের। আমি দু'জনকেই খুব ভালো ভাবে চিনি।' আশা করা যায় যে এবার বিরাট-গাভাসকর থামবেন আপাতত।

আরও পড়ুন: Preity Zinta: মালকিনের খিদে মেটায়নি মহাতারকা, 'বড়'র স্বাদে বঞ্চিত প্রীতি এখনও অতৃপ্ত!

 

 (দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

 

.