জিজ্ঞাসাবাদের নামে জঙ্গিদের মতো অত্যাচার করা হত! শ্রীসন্থের অভিযোগে শোরগোল

সেসব কথা এখন মনে পড়লে শিউরে ওঠেন শ্রীসন্থ।

Edited By: সুখেন্দু সরকার | Updated By: Jul 3, 2020, 03:34 PM IST
 জিজ্ঞাসাবাদের নামে জঙ্গিদের মতো অত্যাচার করা হত! শ্রীসন্থের অভিযোগে শোরগোল
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন: আর মাত্র দু মাস। তারপরেই নির্বাসন থেকে মুক্তি মিলবে শ্রীসন্থের। ২০১৩ সালে আইপিএল স্পট ফিক্সিং কাণ্ডে জড়িত থাকায়  এস শ্রীসন্থ, অজিত চান্ডিলা এবং অঙ্কিত চহ্বনকে আজীবন নির্বাসিত করে বিসিসিআই-এর শৃঙ্খলা রক্ষা কমিটি।

২০১৫ সালে স্পট ফিক্সিং মামলা থেকে মুক্তি মিললেও বিসিসিআই নিষেধাজ্ঞা জারি রাখে। বোর্ডের এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে ২০১৮ সালে কেরল হাইকোর্টে মামলা করেন শ্রীসন্থ। সেখানে আদালতের নির্দেশে শ্রীসন্থের নির্বাসনের মেয়াদ কমে সাত বছর দাঁড়ায়। আইপিএল স্পট ফিক্সিং কাণ্ডে যখন তাঁর নাম জড়িয়ে যায় সেই সময় জিজ্ঞাসাবাদের নামে জঙ্গিদের মতো নির্যাতন করা হত বলে গুরুতর অভিযোগ তুলেছেন শ্রীসন্থ।

এক সাক্ষাৎকারে শ্রীসন্থ জানিয়েছেন, আইপিএলের ম্যাচের পর সেইসময় পার্টি থেকে তাঁকে সরাসরি নিয়ে জেলে নিয়ে গিয়ে জঙ্গিদের মতো আচরণ করা হত।  টানা ১২ দিন ধরে রোজ ১৬-১৭ ঘণ্টা করে জিজ্ঞাসাবাদের নামে কার্যত নির্যাতন করা হত তাঁকে। সেসব কথা এখন মনে পড়লে শিউরে ওঠেন শ্রীসন্থ।

চলতি বছরের সেপ্টেম্বরেই শ্রীসন্থের নির্বাসনের মেয়াদ শেষ হচ্ছে। এবার তিনি ক্রিকেটে ফিরতে পারবেন। কেরল রঞ্জি দলের হয়ে মাঠে নামতে দেখা যেতে পারে এই ভারতীয় পেসারকে।

আরও পড়ুন - BCCI-এর কাছে আজীবন নির্বাসনের শাস্তি পুনর্বিবেচনা করার আর্জি IPL ফিক্সিংকাণ্ডে জড়িত অঙ্কিতের

 

.