টেস্টে দ্বিতীয় দ্রুততম ৫০ রানের নজির ওয়ার্নারের

ডেভিড ওয়ার্নারের সময়টা কিছু ভালো যাচ্ছে। সেই দীর্ঘদিন ধরে তিনি এক নাগাড়ে ভালো খেলে যাচ্ছেন। তাঁর অধিনায়কত্বে এবং দুর্দান্ত ব্যাটিংয়ের জেরেই এবার আইপিএল জিতেছিল সানরাইজার্স হায়দরাবাদ। শুধু আইপিএলেই নয়, একটানা বছরভর তিনি ক্রিকেটের কিন ধরনের ফর্ম্যাটেই দুর্দান্ত খেলেছেন নিয়মিত। সে টি২০-ই হোক, একদিনের ম্যাচই হোক অথবা টেস্টে।

Updated By: Jan 6, 2017, 01:36 PM IST
 টেস্টে দ্বিতীয় দ্রুততম ৫০ রানের নজির ওয়ার্নারের

ওয়েব ডেস্ক: ডেভিড ওয়ার্নারের সময়টা কিছু ভালো যাচ্ছে। সেই দীর্ঘদিন ধরে তিনি এক নাগাড়ে ভালো খেলে যাচ্ছেন। তাঁর অধিনায়কত্বে এবং দুর্দান্ত ব্যাটিংয়ের জেরেই এবার আইপিএল জিতেছিল সানরাইজার্স হায়দরাবাদ। শুধু আইপিএলেই নয়, একটানা বছরভর তিনি ক্রিকেটের কিন ধরনের ফর্ম্যাটেই দুর্দান্ত খেলেছেন নিয়মিত। সে টি২০-ই হোক, একদিনের ম্যাচই হোক অথবা টেস্টে।

আরও পড়ুন দ্বিতীয় টি২০ ম্যাচে কলিন মুনরোর কাছেই হেরে গেল বাংলাদেশ

আজও ব্যতিক্রম কিছু হল না। টেস্টের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ড গড়ে ফেললেন ওয়ার্নার। আজ পাকিস্তানের বিরুদ্ধে ৫০ রান করতে ওয়ার্নার সময় নিলেন মাত্র ২৩ বল। যদিও দ্রুততম ৫০ রানের রেকর্ড পাকিস্তানেরই মিসবা উল হকের দখলে। মিসবা ২১ বলে ৫০ রান করেছেন।

আরও পড়ুন  শুক্রবার ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের দল বাছতে বসবেন নির্বাচকরা

.