৭৭ বলে ১১০, কনুই সারিয়ে 'ওয়ার্নিং' ওয়ার্নারের

কনুইয়ের অস্ত্রোপচারের জন্য বাংলাদেশ প্রিমিয়র লিগের মাঝখানে দেশে ফিরতে বাধ্য হয়েছিলেন ওয়ার্নার।

Updated By: Mar 10, 2019, 03:07 PM IST
৭৭ বলে ১১০, কনুই সারিয়ে 'ওয়ার্নিং' ওয়ার্নারের

নিজস্ব প্রতিনিধি- সাতটা ছক্কা, চারটে বাউন্ডারি। দেখে একবারের জন্যও মনে হচ্ছিল না, কিছুদিন আগেই তাঁর কনুইয়ে অস্ত্রোপচার হয়েছে। এভাবে তিনি ওয়ার্নিং বেল বাজিয়ে রাখবেন কে জানত! বল-বিকৃতি কাণ্ডের জেরে নির্বাসন ভোগ করেছেন ডেভিড ওয়ার্নার। ২৮ মার্চ অজি তারকার নির্বাসন পর্ব শেষ হচ্ছে। তার ঠিক আগেই ওয়ার্নার অস্তিত্বের জানান দিয়ে গেলেন। ৭৭ বলে ১১০ রানের ঝোড়ো ইনিংস খেলে। রান্ডি পিটার্স-এর হয়ে পেনরিথের বিরুদ্ধে এমন ইনিংস খেললেন ওয়ার্নার। কনুইয়ের অস্ত্রোপচারের পর এই প্রথম ম্যাচে নামলেন ওয়ার্নার। আর তাতেই মারকুটে ইনিংস খেললেন।

আরও পড়ুন-  ফের হার্দিক পাণ্ডিয়া-করণ জোহর একসঙ্গে! এবার আবার জমিয়ে নাচলেন

কনুইয়ের অস্ত্রোপচারের জন্য বাংলাদেশ প্রিমিয়র লিগের মাঝখানে দেশে ফিরতে বাধ্য হয়েছিলেন ওয়ার্নার। বিপিএল মাঝপথে ছেড়ে একইসঙ্গে দেশে ফিরতে বাধ্য হয়েছিলেন স্টিভ স্মিথও। ওয়ার্নারের থেকে তাঁর কনুইয়ের চোট ছিল গুরুতর। তাই তিনি এখনও মাঠে ফিরতে পারেননি। বিশ্বকাপের আগে পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। কিন্তু সেই সিরিজের জন্য দল ঘোষণায় ওয়ার্নার ও স্মিথকে রাখেননি নির্বাচকরা। নির্বাচক ট্রেভর হনস বলেছেন, চলতি মাসে আইপিএল। ওরা দুজন আইপিএলে খেলে আগে ফিরুক। ওয়ার্নার ও স্মিথ, দুজনেই ভাল ব্যাটসম্যান। ফলে ওদের দুজনকে বিশ্বকাপের দলে রাখার ব্যাপারে আমরাও ভাবনা-চিন্তা শুরু করেছি। কিন্তু তার আগে ওদের কিছুদিন প্রতিযোগিতামূলক ক্রিকেটে খেলতে হবে।

আরও পড়ুন-  অবসর নিচ্ছেন ধোনি! বড়সড় ইঙ্গিত দিয়ে রাখলেন সাক্ষী

এদিন যেন পাকিস্তানের বিরুদ্ধে সিরিজে দল থেকে বাদ পড়ার রাগ পুষিয়ে নিলেন ওয়ার্নার। 

Tags:
.