দ্বিচারিতা! ভারতের বিভিন্ন প্রান্তে বাজি পুড়িয়ে Pakistan-র জয় উদযাপিত হয়েছে: Sehwag

রবিবার টি-২০ বিশ্বকাপের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত-পকিস্তান (India Vs Pakistan)। 

Updated By: Oct 25, 2021, 09:56 PM IST
দ্বিচারিতা! ভারতের বিভিন্ন প্রান্তে বাজি পুড়িয়ে Pakistan-র জয় উদযাপিত হয়েছে: Sehwag

নিজস্ব প্রতিবেদন: পাকিস্তান জেতার পর ভারতের নানা প্রান্তে আতশবাজি ফাটানো হয়েছে বলে টুইটারে অভিযোগ করলেন বীরেন্দ্র সহবাগ (Virender Sehwag)। একইসঙ্গে বীরুসুলভ রসিকতায় দীপাবলিতে বাজি নিষিদ্ধ থাকা নিয়ে 'দ্বিচারিতা' বলে কটাক্ষ করলেন। 

রবিবার টি-২০ বিশ্বকাপের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত-পকিস্তান। বিরাটবাহিনীকে ১০ উইকেটে হারিয়েছেন বাবর আজমরা। সহবাগের (Virender Sehwag) দাবি, পাকিস্তান জেতায় ভারতের নানা জায়গায় বাজি পোড়ানো হয়েছে। তিনি টুইটারে লিখেছেন, ''দীপাবলিতে আতশবাজি ফাটে। কিন্তু গতকাল ভারতের নানা জায়গায় পাকিস্তানের জয়ের উদযাপনে বাজি পোড়ানো হয়েছে। আচ্ছা ওরা ক্রিকেটের জয় উদযাপিত করছিল। তাহলে দীপাবলি আতশবাজি পোড়ানোয় কি ক্ষতি? দ্বিচারিতা কেন, সব জ্ঞান দীপাবলিতেই মনে পড়ে।''                     
  

প্রসঙ্গত, দিল্লির পরিবেশ দূষণ রুখতে ২০২২ সালের ১ জানুয়ারি পর্যন্ত আতশবাজি পোড়ানো ও বিক্রির উপরে নিষেধাজ্ঞা জারি করেছে দিল্লির দূষণ নিয়ন্ত্রণ কমিটি  (Delhi Pollution Control Committee)। ফলে আগামী ৪ নভেম্বর দীপাবলিতে বাজি পোড়াতে পারবেন না দিল্লিবাসীরা। কমিটির মতে, আতশবাজি পুড়িয়ে দীপাবলি উদযাপনে প্রচুর মানুষ জড়ো হতে পারেন। তাতে ছড়াতে পারে কোভিড। বিশেষজ্ঞদের পরামর্শেই এই সিদ্ধান্ত। 

আরও পড়ুন- WT20: Pakistan-এর বিরুদ্ধে হেরে কেন মেজাজ হারিয়েও হেসে দিলেন Virat Kohli?

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.