পাকিস্তানের 'বিরাট'কে দেখেছেন?
চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ভারতের কাছে হার। ম্যাচ শেষে পাক সমর্থকদের একটাই আফসোস ইস যদি একটা বিরাট কোহলি পাকিস্তানে থাকত! সত্যি কথা। একজন পাক সাংবাদিক তো টুইটে পোস্ট করেই বসলেন তার এরকম বাসনার কথা। তিনি বললেন ভারত গোটা পাক দলকে নিয়ে যাক। শুধু বিরাটকে একবছরের জন্য পাকিস্তানকে দিক ভারত। পাক সাংবাদিকের ইচ্ছা সফল হয়নি কিন্তু পাকিস্তান বিরাটকে খুঁজে পেয়েছে করাচিতে। অবিকল বিরাট কোহলি। সবাই ডাকছেন বিরাট বিরাট বলে। তবে একটাই আক্ষেপ এ বিরাট সেই বিরাট নন। এই বিরাট ক্রিকেটার নন। শহিদ ই মিল্লাত পিজা আউটলেটের কর্মী তিনি। হায় রে হয়েও হল না। একেই বলে আশায় মরে চাষা।
ব্যুরো: চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ভারতের কাছে হার। ম্যাচ শেষে পাক সমর্থকদের একটাই আফসোস ইস যদি একটা বিরাট কোহলি পাকিস্তানে থাকত! সত্যি কথা। একজন পাক সাংবাদিক তো টুইটে পোস্ট করেই বসলেন তার এরকম বাসনার কথা। তিনি বললেন ভারত গোটা পাক দলকে নিয়ে যাক। শুধু বিরাটকে একবছরের জন্য পাকিস্তানকে দিক ভারত। পাক সাংবাদিকের ইচ্ছা সফল হয়নি কিন্তু পাকিস্তান বিরাটকে খুঁজে পেয়েছে করাচিতে। অবিকল বিরাট কোহলি। সবাই ডাকছেন বিরাট বিরাট বলে। তবে একটাই আক্ষেপ এ বিরাট সেই বিরাট নন। এই বিরাট ক্রিকেটার নন। শহিদ ই মিল্লাত পিজা আউটলেটের কর্মী তিনি। হায় রে হয়েও হল না। একেই বলে আশায় মরে চাষা।